সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলায় প্রয়াত শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের কানপুরে শুভমের বাড়ি। শুক্রবার সেখানকার চেকারি বিমানবন্দরে তাঁদের সঙ্গে দেখা হল মোদির। কথা বললেন প্রয়াত শুভমের স্ত্রী ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে। জানিয়ে দিলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই চলছে, চলবে।
পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার শুভমের তুতো দাদা বলেন, মোগির সঙ্গে তাঁদের সাক্ষাতের মুহূর্তটি ছিল অত্যন্ত স্পর্শকাতর ও আবেগমথিত। তাঁর কথায়, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের সাক্ষাতের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। পরিবারের অনেকেরই চোখে ছিল জল।'' সেই সঙ্গেই তিনি জানান, মোদি শুভমের পরিবারের সকলের খোঁজ নিয়েছেন। এবং জানিয়েছেন, তিনি তাঁদের পরিবারের বিষয়ে খোঁজখবর রাখবেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভমের স্ত্রীও বলেছেন, প্রধানমন্ত্রীকে খুবই দুঃখিত দেখাচ্ছিল সাক্ষাতের সময়। মোদিকে শ্রদ্ধা জানিয়েছেন শুভমের বাবাও।
১২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল শুভমের। এরপরই স্ত্রী ও শ্যালিকার সঙ্গে পহেলগাঁওয়ে যাওয়ার পরিকল্পনা। কে জানত কত বড় অভিশাপ নেমে আসবে সেখানে। জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শুভম। গত ২২ এপ্রিল সাধারণ পর্যটকের রক্তে লাল হয়ে গিয়েছিল বৈসরনের সবুজ উপত্যকা। জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল ২৬ জনের। কলমা পড়তে বলে পর্যটকদের ধর্ম দেখে দেখে খুন করে জঙ্গিরা। নৃশংস সন্ত্রাসবাদী হামলার পর তদন্তভার নেয় এনআইএ। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করে ভারত সরকার। অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরে থাকা ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা।
