সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা আগেই সার্ক অন্তর্ভুক্ত দেশগুলিকে বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়াও মিলেছিল চটজলদি। কথামতো রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার মোকাবিলা নিয়ে একপ্রস্থ আলোচনা করলেন ১০ দেশের প্রধানরা। মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন পাকিস্তানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাফর মিরজা। আলোচনার মাঝেই তিনি দাবি করেন, “৩৭০ ধারা বাতিলের পর থেকেই কাশ্মীরীরা কার্যত বন্দি হয়ে রয়েছেন। সেই বন্দিদশা তুলে দেওয়া উচিত। অনন্ত বর্তমান পরিস্থিতির কথা ভেবে ভারত সরকারের এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।” সার্কের এই বৈঠকে একমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী অংশ নেননি। বদলে তাঁর সহকারীকে পাঠিয়েছিলেন। তবে জরুরি পরিস্থিতিতে সার্কের এই বৈঠকে পাকিস্তান জম্মু কাশ্মীর প্রসঙ্গ তোলায় বিতর্ক তৈরি হয়েছে।
সেই আলোচনায় প্রধানমন্ত্রী বার্তা, “ভয় পাবেন না। মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন।” একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে তহবিল গঠনের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। ভারত সেই তহবিলে ১০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করবে বলেও জানিয়েছেন মোদি। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলি যৌথভাবে রোগ নিয়ে গবেষণার কেন্দ্র তৈরিরও প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর প্রস্তাব মেনেও নিয়েছেন বাকি দেশের প্রধানরা।
WHO ইতিমধ্যে করোনাকে বিশ্বব্যপী মহামারি বলে উল্লেখ করেছে। চিন থেকে ছড়ানো এই জীবাণুতে বিশ্বেব প্রায় ১৫০টি দেশ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ। মৃত্যু হয়েছে চার হাজার জনের। ইউরোপে কার্যত মৃত্যু মিছিল শুরু হয়েছে। প্রায়. একই পরিস্থিতি আমেরিকাও। সেখানে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। তুলনামূলক ভাল অবস্থায় রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলি। তবে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই পরিস্থিতি মোকাবিলায় একজোট হয়ে লড়াই করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
[আরও পড়ুন : মহামারির ধাক্কা এশিয়ার বৃহত্তম চর্মশিল্পে, হাজার কোটি টাকা ক্ষতির মুখে বানতলা]
এদিন ভিডিও কনফারেন্সের মোদি বলেন, “এই যে আমরা একসঙ্গে এসেছি, তাতে খুব উপকার হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে করোনা ভাইরাসের মতো জীবাণুর মোকাবিলা করতে সক্ষম হব আমরা।” এদিনের বৈঠকে উপস্থিত রাষ্ট্রপ্রধানরা জানান, তাঁদের দেশ করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করেছে।একে অন্যকে সাহায্য করতে রাজি সব দেশ। এদিকে সার্কভুক্ত সমস্ত দেশের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পাকিস্তারেন প্রধানমন্ত্রী ইমরান খান।
[আরও পড়ুন : করোনায় ক্ষতিগ্রস্ত হতে পারে পুরুষদের অণ্ডকোষ! রয়েছে বন্ধ্যাত্বের আশঙ্কা]
The post করোনা মোকাবিলায় জরুরি তহবিল, সার্কভুক্ত দেশগুলিকে প্রস্তাব মোদির appeared first on Sangbad Pratidin.
