সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা ভারতে? এই আবহে বুধবার ফের হাইপ্রোফাইল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এই বৈঠকে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান প্রমুখ। গত সপ্তাহে পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় দ্বিতীয়বার বৈঠক বসছেন মোদি। এরপরই কি বহু প্রতীক্ষিত প্রত্যাঘাত?
জানা গিয়েছে, মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বুধবার সকাল ১১টা নাগাদ বৈঠকে বসবে। এরপর নিরাপত্তা সংক্রান্ত কমিটি এবং রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি প্রধানমন্ত্রী নেতৃত্বে বৈঠক করবে। পহেলগাঁও পরবর্তী উত্তেজক আবহাওয়ায় এই বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, অজিত ডোভাল, অনিল চৌহানের পাশাপাশি পর্যটনমন্ত্রী নীতিন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সিতারমণও থাকতে পারেন। এই বৈঠকে শেষে মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির আলাদা করে বৈঠকে বসার কথা রয়েছে। এদিনের সবকটি বৈঠক শেষে বড় সিদ্ধান্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে। তা কি সরাসরি পাকিস্তানে হামলা? এখনও স্পষ্ট নয়।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয়কে গুলি করে মারে জঙ্গিরা। এরপরেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। প্রাথমিক প্রত্যাঘাত হিসাবে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। ফেরানো হচ্ছে পাক নাগরিকদের। বন্ধ করা হচ্ছে পাক টুইটার অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল। যদিও এখনও পর্যন্ত পাকিস্তানে সামরিক আক্রমণের মতো বড় ঘোষণা করেনি কেন্দ্র।
