shono
Advertisement

৩১ জুলাই রাজ্যের সব বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করবেন মোদি, ডাক জিএনএলএফকেও

লোকসভার কৌশল বাতলে দেবেন মোদি নিজেই।
Posted: 02:15 PM Jul 28, 2023Updated: 04:55 PM Jul 28, 2023

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে জোট শরিকদের মধ্যে সমন্বয় বাড়াতে এনডিএ ভুক্ত সব দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩১ জুলাই সেই বৈঠকে ডাক পেয়েছেন বাংলার সব সাংসদ। আসলে ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত মোদি সব রাজ্যের এনডিএ সাংসদদের সঙ্গেই বৈঠক করবেন। যার প্রথম দিনই ডাক পেয়েছেন বাংলার সাংসদরা। 

Advertisement

সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়-সহ বাংলায় বিজেপির এই মুহূর্তে লোকসভার সাংসদ সংখ্যা ১৬। ২০১৯ সালে বিজেপির টিকিটে জিতে এসেছিলেন ১৮ জন। তাঁদের মধ্যে অর্জুন সিং এবং বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। পরে বাবুলের (Babul Supriyo) আসানসোলের উপনির্বাচনে জিতেছে তৃণমূল। সেই ১৬ জন লোকসভার সাংসদের পাশাপাশি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজও ডাক পেয়েছেন বলে খবর।

[আরও পড়ুন: ব্রিকসে সদস্য বাড়ানোর দাবিতে দাদাগিরি চিনের! তীব্র বিরোধিতা ভারত ও ব্রাজিলের]

বস্তুত শুধু বিজেপি নয়, নরেন্দ্র মোদি (Narendra Modi) ৩১ জুলাইয়ের পর পর্যায়ক্রমে এনডিএ-ভুক্ত সব দলের সাংসদদের সঙ্গেই বৈঠক করবেন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে NDA-র সাংসদের সংখ্যা প্রায় ৪৩০। তবে বাংলায় বিজেপির ঘোষিত জোটসঙ্গী বলতে শুধু পাহাড়ের জিএনএলএফ। তাঁদের কোনও সাংসদ না থাকলেও জিএনএলএফের তরফে মন ঘিসিংকে দিল্লির বৈঠকে ডাকা হতে পারে। বিমল গুরুং বা অজয় এডওয়ার্ডের দল ডাক পায়নি বলেই খবর।

[আরও পড়ুন: স্তনের উপর টেলিফোন! নতুন ফ্যাশনে ফের ভাইরাল উরফি]

নরেন্দ্র মোদির পাশাপাশি বৈঠকে জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, নীতীন গড়করিরাও থাকতে পারেন বলে খবর। উল্লেখ্য, গত সোম ও মঙ্গলবার দু’দফায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠক করেন অমিত শাহ, জে পি নাড্ডা, বিএল সন্তোষ, সুনীল বনশল ও মঙ্গল পাণ্ডেরা। সংঘ পরিবারের নেতৃত্বের সঙ্গে একদফা বৈঠক হয়। এবার প্রধানমন্ত্রী নিজে রাজ্যের সাংসদদের লোকসভার প্রচারের পথ বাতলে দিতে পারেন বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement