সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মন কি বাত’ অনুষ্ঠানে খানিকটা ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। ছাত্র-ছাত্রী থেকে তরুণ প্রজন্মকে চাঙ্গা করতে নানা কথা প্রায়শই তিনি বলে থাকেন। এবার সে সবই বন্দি হতে চলেছে দু’মলাটে। হ্যাঁ, দেশের তরুণদের উৎসর্গ করেই বই লিখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
[ বাড়ছে এটিএম-এর দাম, সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ! ]
রাজ্যের সীমানা পেরিয়ে যখন রাজনীতিতে জাতীয় স্তরে পৌঁছান, তখনই সারা দেশের যুব সম্প্রদায়ের কাছে আইকন হয়ে ওঠেন তিনি। এরপর থেকে নিয়মিত ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন প্রধানমন্ত্রী। তরুণ সম্প্রদায়ের আবেগ-অনুভূতিগুলি বোঝার চেষ্টা করেছেন। এক ‘মন-কি-বাত’ অনুষ্ঠানে পরীক্ষার মুখে ছাত্র-ছাত্রীদের হতাশা কাটিয়ে চাঙ্গা হওয়ার কিছু উপায় বাতলেছিলেন। তার অভূতপূর্ব প্রতিক্রিয়াই তাঁকে নতুন করে ভাবায়। ঠিক করেন তাঁর সমস্ত অভিজ্ঞতা, ভাবনা দু’মলাটে বন্দি করবেন। আর তা হবে তরুণদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই। সেইমতো শুরু হয়েছে লেখার কাজ। চলতি বছরের শেষের দিকেই প্রকাশ পাবে প্রধানমন্ত্রীর বই।
[ ১০০ পেরনো এই চিকিৎসকের কীর্তিতে গর্বিত দেশ ]
এর আগে তরুণদের জন্য কলম ধরেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। একাধিক বইয়ে তিনি দেশের ছাত্র-ছাত্রীদের স্বপ্ন দেখতে উৎসাহিত করেছিলেন। এবার সে পথেই হাঁটতে চলেছেন মোদি। দেশবাসীকে আচ্ছে দিন-এর স্বপ্ন দেখিয়েছেন। তা নিয়েও বিতর্ক কিছু কম হয় না। তবে প্রধানমন্ত্রীর পছন্দের জিনিসের মধ্যে অন্যতম তাঁর ভাবনা, তাঁর স্বপ্ন তরুণদের মধ্যে সঞ্চারিত করা। আর সে জন্যই শুধু কথায় নয়, এবার হাতে তুলে নিয়েছেন কলম। মন-কি-বাত অনুষ্ঠানেও একাধিকবার তরুণরাই তাঁকে প্রতিক্রিয়া জানিয়েছে। নানা প্রশ্ন করেছে। আর তাই পালটা উপহার হিসেবে তাদের জন্যই বই আনছেন প্রধানমন্ত্রী।
The post দেশের তরুণদের জন্য এবার এই কাজটিই করতে চলেছেন মোদি appeared first on Sangbad Pratidin.
