shono
Advertisement

Breaking News

PM Narendra Modi

'বিজেপির অপেক্ষায় বাংলা', কলকাতা সফরের আগে উন্নয়ন বার্তা দিয়ে পোস্ট মোদির

শুক্রবার তিন নয়া মেট্রো রুটের উদ্বোধনে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 04:31 PM Aug 21, 2025Updated: 04:43 PM Aug 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নতির পথে আরও একধাপ। কলকাতায় এসে তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে আসন্ন সফর নিয়ে উন্নয়নের বার্তা দিলেন তিনি। জোড়া পোস্টে রাজ্যের শাসকদল তৃণমূলকেও নিশানা করেছেন মোদি। তাঁর দাবি, বাংলা পরিবর্তনের অপেক্ষায়, বিজেপির ক্ষমতায় আসার অপেক্ষা করছেন বঙ্গবাসী। তার কারণ, বিজেপির উন্নয়নযজ্ঞের সুফল পেতে আগ্রহী সকলে। বিশেষত যেখানে বাংলার জন্য উন্নয়ন চালিয়ে যাচ্ছে বিজেপি।

Advertisement

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি নিজের এক্স হ্যান্ডল পোস্টে লিখেছেন, ''কলকাতার মানুষের কাছে আসাটা সবসময় বাড়তি আনন্দের বিষয়। এই শহরের উন্নয়নে আমরা বরাবর বদ্ধপরিকর। আগামিকালের (শুক্রবার) অনুষ্ঠান শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে। নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটে নতুন মেট্রো পরিষেবা চালু হবে। এর ফলে বিমানবন্দর থেকে সবদিকের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। পাশাপাশি তথ্য-প্রযুক্তি কেন্দ্রগুলিরও যোগাযোগও আরও ভাল হবে।'' এছাড়া শুক্রবার তিনি বিজেপি কার্যকর্তাদের এক মিছিলে অংশ নেবেন বলেও জানান।

এক্স হ্যান্ডল পোস্টে মোদির আরও বক্তব্য, দিনদিন তৃণমূলের প্রতি জনরোষ বাড়ছে। আর তাই বঙ্গবাসী অপেক্ষা করছে বিজেপির ক্ষমতায় আসার। কারণ, তাঁরা বিশ্বাস করেন যে বিজেপি ক্ষমতায় এলেই আসল উন্নয়ন হবে। শুক্রবার নয়া মেট্রো রুটের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদি মেট্রো সফর করবেন বলে খবর। এই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু নীতিগত বিরোধের কারণে তিনি সেই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার কলকাতায় তিন মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী মোদি।
  • তার আগে সোশাল মিডিয়ায় পোস্ট করে উন্নয়নবার্তা দিলেন তিনি।
Advertisement