shono
Advertisement
Gujarat

মোদির রাজ্যে পাঁচ বছরে 'নিঃশব্দে' বাতিল ৬.৩৪ লাখ রেশন কার্ড! কারণ নিয়ে রহস্য

গত পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে রেশন উপভোক্তাদের তালিকায় এই সংশোধন ঘিরে জোর শোরগোল।
Published By: Monishankar ChoudhuryPosted: 09:48 PM Dec 10, 2025Updated: 09:48 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিঃশব্দে বাতিল প্রায় সাড়ে ছ'লাখ রেশন কার্ড! গত পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে রেশন উপভোক্তাদের তালিকায় এই সংশোধন ঘিরে জোর শোরগোল। ধন্দ তৈরি হয়েছে উপভোক্তাদের নাম বাদ পড়ার কারণ নিয়েও।

Advertisement

২০২০ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত গুজরাটে মোট ৬.৩৪ লাখ রেশন কার্ড বাতিল হয়েছে। ২০২০ সালে তালিকা থেকে বাদ পড়েছে ৪৭,৯৩৬ জন উপভোক্তার নাম। ২০২১ সালে বাদ পড়েছেন ২,১৯,১৫১ জন। ২০২২ সালে ১,৩২,৩৬২ এবং ২০২৩ সালে ১,৩৫,৩৬২ জন। ২০২৪ সালে বাদ পড়েছে ৩০,৮৮৯টি কার্ড। আর ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৬৯,১০২টি। কিন্তু কী কারণে উপভোক্তাদের তালিকা সংশোধন এবং কোন যুক্তিতে বাদ, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। প্রশ্ন, এই প্রক্রিয়া কি গোটা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য না কি প্রশাসনিক কার্জকর্মে অসঙ্গতির ইঙ্গিত?

যদিও সরকারি সূত্রের দাবি, তালিকায় অনেকের নাম একাধিক বার ছিল। অনেক অবৈধ, অযোগ্য উপভোক্তারও নাম ছিল তালিকায়। অনেকের আবার আধার কার্ডের তথ্য ভুল ছিল। এই সমস্ত নাম বাদ গিয়েছে। পাশাপাশি মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নামও বাদ দেওয়া হয়েছে। কিন্তু তার পরেও বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সরকারের দাবি, কোনও বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি। যে সব নাম বাদ গিয়েছে, তাঁদের কেউই প্রশাসনের দ্বারস্থ হননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিঃশব্দে বাতিল প্রায় সাড়ে ছ'লাখ রেশন কার্ড!
  • গত পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে রেশন উপভোক্তাদের তালিকায় এই সংশোধন ঘিরে জোর শোরগোল।
  • ধন্দ তৈরি হয়েছে উপভোক্তাদের নাম বাদ পড়ার কারণ নিয়েও।
Advertisement