shono
Advertisement
UNESCO

দুর্গাপুজোর পর দিওয়ালি, আলোর উৎসবকে 'হেরিটেজ' তকমা ইউনেসকোর, উচ্ছ্বসিত মোদি

দিল্লিতে চলছে ইউনেসকোর ইন্টারগভার্নমেন্টাল কমিটির ২০তম সম্মেলন।
Published By: Buddhadeb HalderPosted: 07:31 PM Dec 10, 2025Updated: 07:56 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো অর্জন করেছিল ইউনেসকোর 'ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ'। এবার সেই তকমাতে যুক্ত হল অন্যতম বড় উৎসব দীপাবলিও। সম্প্রতি দিল্লিতে চলছে ইউনেসকোর ইন্টারগভার্নমেন্টাল কমিটির ২০তম সম্মেলন। ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। সাংস্কৃতিক ঐতিহ্যকে চিহ্নিত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার ১০ ডিসেম্বর দীপাবলিকে এই তালিকাভুক্ত করা হয়।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লেখেন, "এই খবরে বিশ্বের সকল ভারতীয় আনন্দিত ও রোমাঞ্চিত। দীপাবলি আমাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। এটি আমাদের প্রাচীন সভ্যতার স্বরূপ। আন্তর্জাতিক ক্ষেত্রে দীপাবলির স্বীকৃতি এই উৎসবকে গোটা বিশ্বের কাছে আরও জনপ্রিয় করে তুলবে।"

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, "ভারতের জন্য আজ এক ঐতিহাসিক দিন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির আমলে ভারতীয় সংস্কৃতি গোটা বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে। এই সম্মান দেশের বিভাজনের উপর সম্প্রীতির, হতাশার উপর আশার বার্তা দেয়।'

উল্লেখ্য, প্রায় সপ্তাহব্যাপী অধিবেশনে ৭৯টি দেশের ৬৭টি মনোনয়ন জমা পড়ে। ইউনেসকোর তরফে জানানো হয়, অশুভ শক্তির বিরুদ্ধে জয়ের প্রতীক হল দীপাবলি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে যোগ দেন। এই উৎসব ভারতীয় ঐতিহ্যের প্রতীক। প্রাচীন আধ্যাত্মিকতার সঙ্গেও এই উৎসবের মিল রয়েছে।

এই উপলক্ষ্যে দিল্লিতে অকাল দীপাবলি পালন করা হয়। দিল্লির লালকেল্লায় এই উৎসব অনুষ্ঠিত হয়। উচ্চপদস্থ আধিকারিক, সরকারি কর্তাব্যক্তিরা এই অনুষ্ঠানে উপদথিত ছিলেন। এখানেই আয়োজন করা হয় সাংস্কৃতিক উনুষ্ঠান, দীপ প্রজ্বলন ও অন্যান্য প্রদর্শনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২১ সালে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো অর্জন করেছিল ইউনেসকোর 'ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ'।
  • এবার সেই তকমাতে যুক্ত হল অন্যতম বড় উৎসব দীপাবলিও।
  • বুধবার ১০ ডিসেম্বর দীপাবলিকে এই তালিকাভুক্ত করা হয়।
Advertisement