সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিগোর বিপর্যয়ের জেরে বিমান যাত্রীদের ভোগান্তি অব্যাহত। এই পরিস্থিতিতে এ বার বিমান সংস্থার সিইও-কে তলব করল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। বিমান বাতিল সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আগামী বৃহস্পতিবার তাঁকে হাজির দিতে বলা হয়েছে। পাশাপাশি, ইন্ডিগোর দফতরে পাঠানো হয়েছে ডিজিসিএ-র ন'জন আধিকারিককেও। বিমান সংস্থার সমস্ত কার্যকলাপের অডিট করতে বলা হয়েছে তাঁদের। ওই ন'জন আধিকারিকের মধ্যে দু'জনকে বিমান বাতিল, যাত্রীদের টাকা ফেরত এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলি দেখতে বলেছে ডিজিসিএ।
ডিজিসিএ সূত্রে খবর, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর দুপুরে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে হাজিরা দিতে বলা হয়েছে তাদের দফতরে। উড়ান বিভ্রাট সংক্রান্ত সব নথিও নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, পিটারের সঙ্গে সংস্থার শীর্ষ আধিকারিকেরাও থাকবেন বৈঠকে। উড়ান পরিষেবা বিপর্যয়ে ডিজিসিএ-র ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। প্রশ্ন উঠছে, তার পরেই এ ভাবে সক্রিয় হল ডিজিসিএ? এর আগে ইন্ডিগোর সিইও-র সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নায়ডু।
সাম্প্রতিক ঘটনায় ইন্ডিগোর দৈনন্দিন উড়ানে রাশ টেনেছে কেন্দ্র। স্বাভাবিক অবস্থায় দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে ইন্ডিগোর প্রায় ২,২০০টি উড়ান নিত্যদিন আকাশে ওড়ে। ডিজিসিএ-এর নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, উড়ান-বিভ্রাট পরবর্তী পরিস্থিতিতে ইন্ডিগোর মোট উড়ান সংখ্যা ১০ শতাংশ কমিয়ে দিয়ে, সেই 'স্লট' দেশের অন্য উড়ান সংস্থাগুলিকে দেওয়া হবে।
প্রসঙ্গত, সোমবারই রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী নায়ডু জানিয়েছিলেন, ইন্ডিগোর উড়ান-বিভ্রাট তথা অব্যবস্থার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ইন্ডিগো বিপর্যয়ের তদন্তে তৈরি হয়েছে চার সদস্যের বিশেষ কমিটি। জারি করা হয়েছিল কারণ দর্শানোর বিশেষ বিজ্ঞপ্তিও। যদিও সোমবারই সেই বিজ্ঞপ্তির জবাব দিয়েছে ইন্ডিগো। এ দিন ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের সঙ্গে বৈঠক সেরেছেন রামমোহন। বৈঠকের শেষে সিইও পিটার এলবার্স জানান, উড়ান পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। তিনি জানান, গত ৫ ডিসেম্বর সংস্থার মোট উড়ান সংখ্যা যেখানে ৭০০-র কাছাকাছি নেমে গিয়েছিল, সেখানে এ দিন প্রায় ১,৪০০-র বেশি উড়ান আকাশে ডানা মেলেছে। তাঁর কথায়, "পরিস্থিতি পুনরায় স্বাভাবিক করতে সংস্থার তরফে সার্বিক চেষ্টা করা হচ্ছে।"
