shono
Advertisement

‘স্বস্তিদায়ক রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত’, শক্তিকান্ত দাসের প্রশংসায় বললেন প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আরবিআইয়ের এটা বড় পদক্ষেপ:মোদি The post ‘স্বস্তিদায়ক রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত’, শক্তিকান্ত দাসের প্রশংসায় বললেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:06 PM Mar 27, 2020Updated: 02:54 PM Mar 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় শুক্রবার আরবিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মধ্যবিত্তের আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার(RBI) গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন। সেই সিদ্ধান্তকেই স্বাগত জানিয় প্রধানমন্ত্রী বলেন,”করোনা ভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছে তাকে কিছুটা চাঙা করতেই রেপো রেট কমানোর ঘোষণা নেন আরবিআই গভর্নর।”

Advertisement

করোনার জেরে দেশজুড়ে আজ লকডাউনের তৃতীয় দিন। এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকতে ও দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে প্রতিদিন এক নয়া দাওয়াই নিয়ে হাজির হচ্ছেন কেউ না কেউ। গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গরিব দেশবাসীদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। আর আজ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস রিভার্স রেপো রে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে আগামী তিন মাসের জন্য সমস্ত ব্যাংক ঋণের ইএমআই স্থগিত রাখারও অনুমতি দেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,”এতে টাকার জোগানের উন্নতি হবে, তহবিলের ব্যয় হ্রাস হবে, মধ্যবিত্ত ও ব্যবসায়ীকে স্বস্তি দেবে।”মুদ্রানীতি কমিটির সঙ্গে এক বৈঠকের পরে আজ সকালে রেপো রেট (Repo Rate) ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪.৪ শতাংশ করার ঘোষণা করলেন গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেটের হার ৫.১৫% থেকে কমিয়ে ৪.৪% করা হল। পাশাপাশি কমানো হয় রিভার্স রেপো রেটও। ৯০ বেসিস পয়েন্ট কমল রিভার্স রেপো রেট। ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ। এই পদক্ষেপ লকডাউনের জেরে ঘরে বসে থাকা কোটি কোটি দেশবাসীকে স্বস্তি দেবে ও তাদের অর্থেরও জোগান দেবে বলে জানান প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন:করোনা মোকাবিলায় একজোট দেশ, ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দিলেন শচীন]

দেশজুড়ে চলা এই লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। সেই পরিস্থিতিতে দেশের অর্থনীতি সামলাতে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ৮ দফা পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ইতিমধ্যেই দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮, আক্রান্তের সংখ্যা বেড়ে হল সাতশো ছুঁইছুঁই।

[আরও পড়ুন:দিল্লি থেকে ট্রেনে ফেরার পর করোনা পজিটিভ, কর্ণাটকে মৃত্যু ৬৫ বছরের ব্যক্তির]

The post ‘স্বস্তিদায়ক রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত’, শক্তিকান্ত দাসের প্রশংসায় বললেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement