shono
Advertisement
PM Narendra Modi

সোমে ফ্রান্স, বুধে আমেরিকা, বৃহস্পতিতে মোদি-ট্রাম্প জরুরি বৈঠক ওয়াশিংটনে!

বৈঠকে উঠবে শুল্ক নীতি থেকে অভিবাসী প্রসঙ্গ।
Published By: Kishore GhoshPosted: 12:30 AM Feb 10, 2025Updated: 12:31 AM Feb 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দুই দেশ ফ্রান্স ও আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, সোমবার ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখান থেকে রওনা দেবেন আমেরিকার উদ্দেশে। সব ঠিক থাকলে আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি। সেখানে সব থেকে বড় হয়ে উঠতে চলেছে অভিবাসী প্রসঙ্গ। এছাড়াও খবর, নয়া মার্কিন শুল্কনীতি এবং বাংলাদেশে প্রসঙ্গে কথা হতে পারে উভয় রাষ্ট্রনেতার মধ্যে।

Advertisement

প্রধানমন্ত্রীর সফরের বিষয় জানিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি। ওয়াশিংটনে ১৩ ফেব্রুয়ারির বৈঠকের কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় মোদি-ট্রাম্প বৈঠক হতে চলেছে। ইতিমধ্যে ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে দেশে ফিরেয়েছে আমেরিকা। হাতে-পায়ে চেন বাঁধা অবস্থায় বিমানে চাপিয়ে যেভাবে দেশে পাঠানো হচ্ছে ভারতীয়দের, তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহারে মোদি সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় মোদি-ট্রাম্পের মধ্যে মার্কিন অভিবাসী নীতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও আমেরিকা শুল্কের প্রকোপে পড়তে পারে ভারত। কারণ ট্রাম্পে নতুন শুল্কনীতি প্রয়োগের তালিকায় চিন, জাপানের পাশাপাশি ভারতও রয়েছে। তবে এখনও ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ব্যাপারে মুখ খোলেননি ট্রাম্প। অন্যদিকে সম্পর্কের বরফ গলাতে ভারত ইতিমধ্যেই কিছু দামি মার্কিন পণ্যের উপর আমদানি কর ছাড় ঘোষণা করেছে। ভারতকে আরও বেশি করে অস্ত্র কিনতে চাপ দেওয়া হচ্ছে বলেও খবর। বৈঠকে এমন নানা প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিদেশসচিব। সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে মোদির এই আমেরিকা সফর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রীর সফরের বিষয় জানিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি।
  • মোদি-ট্রাম্পের মধ্যে মার্কিন অভিবাসী নীতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement