সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের চালাকালীন আমরা আরও অনেক কিছুই করতে পারতাম। কিন্তু সংযম দেখিয়েছি। দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। পাশপাশি তিনি জানান, সন্ত্রাসবাদকে পোষণ করলে বড় মূল্য চোকাতে হয়। পাকিস্তান আজ সেটা বুঝতে পারছে।
বৃহস্পতিবার দিল্লিতে সিআইআই বাণিজ্যিক সম্মেলনে যোগ দিয়েছিলেন রাজনাথ। তিনি বলেন, “‘অপারেশন সিন্দুরের সময় আমাদের দেশের তৈরি বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। এটা প্রমাণিত যেকোনও শত্রুর বর্ম ভেদ করার ক্ষমতা আমাদের আছে। আমরা আরও অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি।”
এরপরই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতের অঙ্গ। আমাদের পূর্ণ বিশ্বাস যে ভাইবোনেরা আজ ভৌগোলিক ও রাজনৈতিক কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন, তাঁরা একদিন ভারতের মূলস্রোতে ফিরে আসবেন।” একইসঙ্গে তিনি বলেন, “ভারত সর্বদা হৃদয়ের সঙ্গে সংযোগকারী কথা বলে। আমরা বিশ্বাস করি যে ভালোবাসা, ঐক্য এবং সত্যের পথে হেঁটে পাক অধিকৃত কাশ্মীর পুনরায় ভারতের অংশ হবে।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। জানা গিয়েছে, পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।
