shono
Advertisement
Prashant Kishor

'এখন সিঁদুর বিলি করে লাভ নেই', সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়ে তোপ, কেন্দ্রকে খোঁচা পিকের

কেন পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা হল? প্রশ্ন পিকের।
Published By: Anwesha AdhikaryPosted: 10:12 AM Jun 02, 2025Updated: 10:20 AM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারত-পাক সংঘর্ষবিরতিকে তোপ দাগলেন প্রশান্ত কিশোর। কেন সংঘর্ষবিরতিতে রাজি হল ভারত, সেই প্রশ্ন তুলেছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তাঁর কথায়, আরও অন্তত দু'দিন পাকিস্তানে হামলা চালিয়ে যাওয়া উচিত ছিল ভারতীয় সেনার। তবে সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেটা খারিজ করে দিয়েছেন প্রাক্তন ভোটকুশলী।

Advertisement

রবিবার বিহারের পূর্ব চম্পারনে গিয়ে পিকে বলেন, "সংঘর্ষবিরতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের বিবৃতি পড়েছি। উনি তো শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তি। উনি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানই যুদ্ধ থামানোর আবেদন করেছিল। অর্থাৎ ভারতের পালটা মারে কোণঠাসা হয়ে পড়েছিল বলেই সংঘর্ষ থামাতে চেয়েছিল পাকিস্তান। আমাদের সেনা একদম ঠিক কাজটা করেছিল বলেই পাকিস্তান পর্যুদস্ত হয়েছে। আমাদের সেনা আধিকারিকরাও বলেছেন, যুদ্ধের সময়ে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছিল।"

ভারতীয় সেনার সাফল্যের কথা তুলে ধরেই পিকের প্রশ্ন, ভারত যখন এতখানি সুবিধাজনক অবস্থায় ছিল তাহলে কেন পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা হল? পূর্ব চম্পারণ থেকে প্রশান্ত কিশোরের দাবি, আরও দু'দিন অন্তত আক্রমণ চালিয়ে যাওয়া উচিত ছিল ভারতের। যখন পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য রীতিমতো ভিক্ষা করছে তখন কেন তাদের কথা শুনে সংঘর্ষবিরতিতে রাজি হল ভারত? প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভোটকুশলী।

তবে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা মনে করছেন, সংঘর্ষবিরতির নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের কোনও ভূমিকা নেই। বরং তাঁর প্রশ্ন, মক ড্রিলের মাধ্যমে দেশবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল কেন্দ্র। আমজনতাও ভেবেছিল ভারতীয় সেনা লাগাতার আক্রমণ করে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে। কিন্তু তা না করে সংঘর্ষবিরতিতে রাজি হয়ে গেল কেন্দ্র। পিকের কটাক্ষ, এখন সিঁদুরের বাক্স বিলি করে আমজনতাকে বোকা বানিয়ে কোনও লাভ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের পালটা মারে কোণঠাসা হয়ে পড়েছিল বলেই সংঘর্ষ থামাতে চেয়েছিল পাকিস্তান।
  • জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা মনে করছেন, সংঘর্ষবিরতির নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের কোনও ভূমিকা নেই।
  • আমজনতাও ভেবেছিল ভারতীয় সেনা লাগাতার আক্রমণ করে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে।
Advertisement