shono
Advertisement
Droupadi Murmu

বেনজিরভাবে সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, শপথ নিয়েই কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি!
Published By: Subhajit MandalPosted: 09:40 AM May 15, 2025Updated: 09:57 AM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারবিভাগের সঙ্গে প্রশাসনের দুরত্ব কি আরও বাড়ছে? এবার বেনজিরভাবে সংবিধানের ১৪৩ ধারা ব্যবহার করে সুপ্রিম কোর্টকে প্রশ্নের মুখে দাঁড় করালেন খোদ রাষ্ট্রপতি। রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের বিল পাশ করানোর সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে বিচারবিভাগের উদ্দেশে ১৪টি প্রশ্ন ছুঁড়ে দিলেন দ্রৌপদী মুর্মু। যার ফলে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, এবার শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চকে রাষ্ট্রপতির ওই প্রশ্নগুলির জবাব দিতে হবে।

Advertisement

বিষয়টা কী?
গত মাসেই সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাঁদের। সমস্যা হল, এমনিতে সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে 'নির্দেশ' দিতে পারে না। কিন্তু সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, শীর্ষ আদালত 'সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে' আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে। এ ক্ষেত্রেও তেমনটাই করেছে সুপ্রিম কোর্ট। যা নিয়ে ইতিমধ্যেই শাসক শিবিরের বহু নেতা বিচারবিভাগকে তোপ দেগেছেন। এবার খোদ রাষ্ট্রপতি ওই ইস্যুগুলি নিয়ে প্রশ্ন তুললেন।

কী প্রশ্ন রাষ্ট্রপতির?
সংবিধানের ১৪৩ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা পান রাষ্ট্রপতিও। সুপ্রিম কোর্টের যে কোনও রায় নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে তাঁর। সেই অধিকার বলে দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টকে ১৪টি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। এর মধ্যে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট কীভাবে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে বিল পাশের সময়সীমা বেঁধে দিতে পারে? সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতাকে কি রাজ্যগুলি কেন্দ্রের বিরুদ্ধে ব্যবহার করছে? কোনও রাজ্যপালের সিদ্ধান্তে কি আদৌ বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে? রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষমতা কি সুপ্রিম রায়ে খর্ব হচ্ছে না?

কঠিন চ্যালেঞ্জ বিচারপতি গাভাইয়ের
বুধবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন বিচারপতি বি আর গাভাই। শপথ নিয়েই কড়া চ্যালেঞ্জের মুখে তিনি। এবার রাষ্ট্রপতির প্রশ্নের জবাব দেওয়ার জন্য সাংবিধানিক বেঞ্চ গঠন করতে হবে তাঁকে। সেই সাংবিধানিক বেঞ্চের সদস্যসংখ্যা অন্তত ৫ জন হতে হবে। সেই সাংবিধানিক বেঞ্চের পরামর্শ মেনে রাষ্ট্রপতির প্রশ্নগুলির জবাব দিতে হবে প্রধান বিচারপতিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার বেনজিরভাবে সংবিধানের ১৪৩ ধারা ব্যবহার করে সুপ্রিম কোর্টকে প্রশ্নের মুখে দাঁড় করালেন খোদ রাষ্ট্রপতি।
  • রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের বিল পাশ করানোর সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে বিচারবিভাগের উদ্দেশে ১৪টি প্রশ্ন ছুঁড়ে দিলেন দ্রৌপদী মুর্মু।
  • যার ফলে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।
Advertisement