সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) গ্রেপ্তারির প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে আম আদমি পার্টি (AAP)। সিসোদিয়ার গ্রেপ্তারিতে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তারা। দলের তরফে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির (BJP) সদর দপ্তর ঘেরাও করার ডাক দেওয়া হয়। এদিকে সোমবার দুপুরেই আদালতে পেশ করা হবে সিসোদিয়াকে। রবিবার তাঁকে ৮ ঘণ্টা জেরার করার পর গ্রেপ্তার করে সিবিআই (CBI)। অন্যদিকে সিসোদিয়ার গ্রেপ্তারিতে টুইট করে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien)।
আপের দাবি মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সিসোদিয়াকে। সেই সূত্রেই ‘কালা দিবস’ পালনের কর্মসূচি। দিল্লি এবং পঞ্জাবের পাশাপাশি মোদির রাজ্য গুজরাট ও যোগীর রাজ্য উত্তরপ্রদেশেও বিক্ষোভ দেখাচ্ছেন আপ নেতা-কর্মীরা। সোমবার দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) টুইট করে দাবি করেন, সিবিআই আধিকারিকরা দিল্লির উপমুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির বিরোধী।
[আরও পড়ুন: দেশের স্বার্থে সেনায় নিয়োগ, অগ্নিপথ প্রকল্পকে ক্লিনচিট দিল্লি হাই কোর্টের]
কেজরিওয়াল টুইট করেন, “অধিকাংশ সিবিআই আধিকারিক মণীশের গ্রেপ্তারির বিরোধী। প্রত্যেকে তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করেন। তাছাড়া কোনও প্রমাণও নেই। প্রবল রাজনৈতিক চাপে পড়ে মণীশকে গ্রেপ্তার করতে বাধ্য হন তাঁরা। ক্ষমতাবান রাজনীতিকের কথা মানতে হয়েছে।”
[আরও পড়ুন: দিল্লিতে পথ কুকুরকে ‘ধর্ষণ’! ভাইরাল অত্যাচারের ভিডিও, থানায় অভিযোগ এলাকাবাসীর]
সিসোদিয়ার গ্রেপ্তারির বিরোধিতা করে টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও-ব্রায়েন। তিনি এর পিছনে গেরুয়া শিবিরের রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছেন। ডেরেকের কটাক্ষ, “যদি মণীশ সিসোদিয়ার কাছে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন থাকত তবে তিনি কখনই গ্রেপ্তার হতেন না।” আরও লেখেন, “শিব সেনা, এসএ দল, জেডি(ইউ), টিডিপি এবং অন্যরা বিজেপিকে বর্জন করেছে। এখন সিবিআই, ইডি, আইটি হল তাদের (বিজেপির) প্রকৃত শরিক। সব মিলিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিতে রাজনৈতিক পারদ চড়ছে রাজধানীতে।