shono
Advertisement

রাজার মতো প্রত্যাবর্তন! ঢাকঢোল পিটিয়ে জেল থেকে মুক্তি সিধুর, তোপ বিজেপিকে

রাহুল গান্ধী বিপ্লবের নাম, জেল থেকে বেরিয়ে নেতার ভূয়সী প্রশংসা সিধুর।
Posted: 06:59 PM Apr 01, 2023Updated: 06:59 PM Apr 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ মাস পর জেল থেকে ছাড়া পেলেন পাঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। ৩৪ বছরের পুরনো অনিচ্ছাকৃত খুনের মামলায় ১ বছরের জেল হয়েছিল তাঁর। তবে মেয়াদ শেষ হওয়ার ২ মাস আগেই জেল থেকে মুক্তি পেয়ে গেলেন সিধু।

Advertisement

১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গুরনাম সিং নামে এক ব্যক্তির মাথায় আঘাত করেছিলেন সিধু। ঘটনার দিন রাস্তার মাঝ বরাবর নিজের জিপসি গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন সিধু। সেই সময় গুরনাম ও তাঁর সঙ্গীরা ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তাঁরা সিধুকে গাড়িটি সরিয়ে নিতে অনুরোধ করেন। সিধু রাজি না হওয়ায় বাদানুবাদ শুরু হয়ে যায়। এরপরই সিধু সরাসরি আঘাত করেন ওই ব্যক্তির মাথায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে মারা যান গুরনাম। তাতেই সিধুর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। সেই মামলাতেই এক বছর জেলের সাজা হয় সিধুর।

[আরও পড়ুন: এবার জন্ম তারিখ নিয়ে বিতর্কে শতরূপ ঘোষ, শুভেচ্ছা কুড়োতে ব্যবহার করেন লেনিনের জন্মদিন!]

১০ মাস বাদে শনিবার মুক্তি পেলেন তিনি। সিধুর মুক্তির খবর একদিন আগেই তাঁর পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। এদিন তাঁর প্রত্যাবর্তনের রাজকীয় আয়োজন করেন সমর্থকরা। পাটিয়ালা জেলের (Patiala Central Jail) আশেপাশে কংগ্রেস নেতার পোস্টারে ছেয়ে ফেলা হয়। সেই সঙ্গে ঢোল-নাগাড়ার বন্দোবস্তও করা হয়। সমর্থকদের বিপুল হর্ষধ্বনির মধ্যে জেল মুক্ত হন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি।

[আরও পড়ুন: রুবি পর্যন্ত মেট্রোরুটে নতুন ভাড়া ঘোষণা, একনজরে দেখে নিন ভাড়ার তালিকা]

আর জেল থেকে বেরিয়েই সিধু সোজা নিশানা করেন কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে। তাঁর অভিযোগ, “দেশে গণতন্ত্র বলে কিছু নেই। পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র করা হচ্ছে। সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। পাঞ্জাবকে দুর্বল করার চেষ্টা করলে ফল ভুগতে হবে কেন্দ্রকে।” দলের নেতা রাহুল গান্ধীরও ভুয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে সিধুকে। তিনি বলেন, “একনায়কদের সঙ্গেই আসে বিপ্লব। আর রাহুল গান্ধী সেই বিপ্লবের নাম। রাহুল একাই এই সরকারকে তছনছ করে দেবেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement