সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক; অর্থই কি অনর্থের কারণ? পাঞ্জাবে (Punjab) স্ত্রী এবং দুই নাবালিকা মেয়েকে গুলি করে খুনের পর আত্মঘাতী হলেন এক ব্যবসায়ী! শুক্রবার সকালে গৃহপরিচারিকা কাজ করতে এসে দেখেন, বাড়ি দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকিতেও পরিবারের কারও সাড়া মেলেনি। এরপর প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ৪২ বছরের আমনদীপ সিং, তাঁর স্ত্রী এবং দুই মেয়ের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। তাঁরাই পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, মৃত আমনদীপ সিং ফিরোজপুরের হারমান নগর বাসিন্দা। তিনি আর্থিক লেনদেন, ঠিকাদারির ব্যবসার পাশাপাশি একটি সেলুনও চালাতেন। আমনদীপ 'আত্মঘাতী' হওয়ার আগে গুলি করে 'হত্যা' করেন তাঁর স্ত্রী ৪০ বছরের যশবীর কৌর, দুই মেয়ে ১০ বছরের মনবীর কৌর এবং ৬ বছরের পরমীত কৌরকে। আমনদীপের ব্যবহার করা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীদের বক্তব্য, সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আমনদীপ এবং তাঁর স্ত্রীর। পরিবারটির এমন ঘটনায় অবাক হয়েছেন সকলেই।
ফিরোজপুরের সিনিয়র পুলিশ সুপার ভুপিন্দর সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে পরিবারের অন্য সদস্যদের হত্যার পরে আত্মঘাতী হয়েছেন ব্যবসায়ী। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ সংগ্রহে ফরেনসিক টিম কাজ করছে, পরিবারের চার জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।
