shono
Advertisement
R Chidambaram

প্রয়াত 'পোখরানের নায়ক' আর চিদম্বরম, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ভারতের পরমাণু গবেষণা ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।
Published By: Subhajit MandalPosted: 04:11 PM Jan 04, 2025Updated: 04:20 PM Jan 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পরমাণু গবেষণা ক্ষেত্রে যুগাবসান। প্রয়াত বিজ্ঞানী রাজশেখরা চিদম্বরম। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোখরানে ভারতের পরমাণু পরীক্ষার অন্যতম কারিগরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

১৯৭৪ এবং ১৯৯৮, দুবারই পোখরানে ভারতের পরমাণু শক্তি পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি। ১৯৭৪-এ পোখরানে 'অপারেশন স্মাইলিং বুদ্ধ' চলাকালীন বিজ্ঞানীদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চিদম্বরম। ওই পরমাণু পরীক্ষার সময় নকশা ও বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। পরে ১৯৯৮ সালে 'অপারেশন শক্তি' চলাকালীন পরমাণু গবেষকদের নেতৃত্বে ছিলেন তিনি। চিদম্বরম সেই বিরল বিজ্ঞানীদের মধ্যে অন্যতম, যাঁরা ভারতের দুই পরমাণু পরীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

বস্তুত দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বেই স্বীকৃত চিদম্বরমের অবদান। দীর্ঘ কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। ছিলেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধিকর্তা, ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবং ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টাও ছিলেন চিদম্বরম৷ পরমাণু গবেষণাক্ষেত্রে তাঁর অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী এবং পদ্মবিভূষণে ভূষিত করেছে ভারত সরকার।

বিখ্যাত পরমাণু গবেষকের প্রয়াণে শোকস্তব্ধ গবেষক মহল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিদম্বরমের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলছেন, 'রাজাগোপাল চিদম্বরমের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতের পরমাণু গবেষণার অন্যতম কারিগর ছিলেন তিনি। গোটা দেশ কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করবে। আগামী প্রজন্ম তাঁর অবদান মনে রাখবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের পরমাণু গবেষণা ক্ষেত্রে যুগাবসান।
  • পোখরানে ভারতের পরমাণু পরীক্ষার অন্যতম কারিগরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • ১৯৭৪ এবং ১৯৯৮, দুবারই পোখরানে ভারতের পরমাণু শক্তি পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি।
Advertisement