সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর এই কর্মসূচির শুরুতেই কংগ্রেস সভাপতি দেখা করলেন প্রথম সারির মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে। বুধবার বিকেল ৫টা নাগাদ রাহুলের নিজের বাড়িতেই এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএএস এমএস ফারুকি, আমির মহম্মদ, মৌলানা মুফতি, ইরফান হাবিবদের মতো মুসলিম বুদ্ধিজীবীরা। এরপর রাহুলের সঙ্গে আলোচনায় যোগ দেবেন গীতিকার জাভেদ আখতার, অভিনেত্রী শাবানা আজমি, শিক্ষাবিদ জোয়া হোসেন, সমাজকর্মী শবনম হাসমি, যোজনা কমিশনের প্রাক্তন সদস্য সইদা হামিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ সৈয়দ জাফর মাহমুদের মতো প্রথম সারির মুসলিম বুদ্ধিজীবীরাও।
[বিশ্বকাপের মরশুমেই ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানেন কীভাবে?]
কংগ্রেস সুত্রের খবর, অন্তত ২০ জন মুসলিম বুদ্ধিজীবী বুধবার রাহুলের ডাকা বৈঠকের প্রথম পর্যায়ে উপস্থিত ছিলেন। মূলত মোদি সরকারের আমলে মুসলিম তথা সংখ্যালঘুরা কী ধরনের সমস্যায় পড়ছে তা জানতেই এই বৈঠকের উদ্যোগ কংগ্রেস সভাপতির। কংগ্রেসের দাবি, আগামিদিনেও এই ধরণের বৈঠক হবে। তবে, রাহুল শুধুমাত্র প্রগতিশীল মানসিকতার মুসলিমদের সঙ্গেই দেখা করবেন, রাহুলের কর্মসূচিতে কোনও কট্টরপন্থী নেতা স্থান পাবে না। শুধু মুসলিম নয়, একে একে সমাজের সব স্তরের মানুষের সঙ্গেই কথা বলবেন কংগ্রেস সভাপতি। উল্লেখ্য, মঙ্গলবারই দক্ষিণের নামী চলচ্চিত্র পরিচালক পি এ রনজিতের সঙ্গে দেখা করেন কংগ্রেস সভাপতি। এদিনের বৈঠকে প্রথম সারির মুসলিম বুদ্ধিজীবীদের উপস্থিতিতে বেশ খুশি কংগ্রেস শিবির। তাঁরা এটাকে পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছেন। বুধবার আরও একটি খুশির খবরে চাঙ্গা হয়ে উঠেছে কংগ্রেস শিবির। শোনা যাচ্ছে, এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন অভিনেতা রীতেশ দেশমুখ। মধ্যপ্রদেশের লাতুর থেকে নির্বাচনে লড়বেন তিনি।
[কালো টাকা রুখতে গুগল এর ধাঁচে সার্চ ইঞ্জিন, নয়া উদ্যোগ কেন্দ্রের]
এদিকে, রাহুলের এই গোপন বৈঠককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে বিজেপি। বিজেপির দাবি, ঠিক কী কারণে মুসলিম নেতাদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সভাপতি তা প্রকাশ্যে আনতে হবে। তাদের দাবি, রাহুলের এই বৈঠক শুধু রাজনৈতিক উদ্দেশ্যে।
The post মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে ‘গোপন’ বৈঠক রাহুল গান্ধীর, কটাক্ষ বিজেপির appeared first on Sangbad Pratidin.
