shono
Advertisement
Donald Trump

'ভারত মৃত অর্থনীতি', ট্রাম্পের সুরে সুর মিলিয়ে রাহুলের তোপ, 'মোদি খুন করেছেন'

ভারত-রাশিয়ার বাণিজ্য নিয়ে ফের তোপ দেগেছেন ট্রাম্প।
Published By: Anwesha AdhikaryPosted: 04:39 PM Jul 31, 2025Updated: 04:52 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অর্থনীতিকে মৃত বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে সহমত পোষণ করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা বলেন, ভারতের অর্থনীতিকে হত্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সত্য তুলে ধরার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন রাহুল।

Advertisement

বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলেও জানান ট্রাম্প। বৃহস্পতিবার ফের ভারত এবং রাশিয়াকে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, 'রাশিয়ার সঙ্গে ভারত কী করছে সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কারণ অনেক বেশি শুল্ক ওখানে। একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না।'

ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ লেখেন, 'ভারতের অর্থনীতি মৃত, মোদি তাকে খুন করেছেন। আদানি-মোদির পার্টনারশিপ, ডিমনিটাইজেশন, ভ্রান্ত জিএসটির পাশাপাশি কৃষক এবং ক্ষুদ্র শিল্প একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ভারতীয় যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন মোদি কারণ তাদের জন্য কোনও চাকরি নেই।' পরে তিনি বলেন, "এই বিষয়গুলো প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সকলেই জানে। মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য তুলে ধরেছেন আমি তাতে খুশি। গোটা বিশ্ব জানে বিজেপি ভারতীয় অর্থনীতির ক্ষতি করে আদানিকে সাহায্য করেছে।"

উল্লেখ্য, ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপতেই মোদিকে তোপ দেগেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ বলেন, ‘হাউডি মোদি বা নমস্তে ট্রাম্প করে কী লাভ হল? আমাদের দেশের অর্থনীতির উপর আঘাত নেমে এল।’ পাকিস্তান-চিনের পর আমেরিকাকে ভারতের তৃতীয় শত্রু হিসাবেও অভিহিত করেছেন জয়রাম। এবার শুল্কবাণের পাশাপাশি ভারতীয় অর্থনীতি নিয়েও মোদিকে আক্রমণ শানালেন রাহুল। বিশ্লেষকদের মতে, কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। সেই চুক্তি করতে চেয়েই ভারতকে কার্যত হুমকি দিচ্ছেন ট্রাম্প। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলেও জানান ট্রাম্প।
  • ভারতের অর্থনীতি মৃত, মোদি তাকে খুন করেছেন। আদানি-মোদির পার্টনারশিপ, ডিমনিটাইজেশন, ভ্রান্ত জিএসটির পাশাপাশি কৃষক এবং ক্ষুদ্র শিল্প একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে।
  • বিশ্লেষকদের মতে, কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা।
Advertisement