shono
Advertisement
Rajnath Singh

'শুধু নিরীহদের হত্যাকারীদের শাস্তি দিয়েছি', অপারেশন সিঁদুর নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী

পাক সরকার ভারতের জঙ্গি নিকেশকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করছে, জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী।
Published By: Subhajit MandalPosted: 06:01 PM May 07, 2025Updated: 06:01 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ উদ্দেশ্য নয়। নিজের আত্মরক্ষার অধিকার থেকেই পাক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অবস্থান স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়ে দিলেন, "আমরা তাদেরই মেরেছি, যারা নিরীহদের মেরেছে।"

Advertisement

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের তরফে লাগাতার দাবি করা হচ্ছে, ভারত সে দেশের আম নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকী পাকিস্তানের ২৬ নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে পাক শিবির থেকে। পাক সরকারের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।" বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস, ভারত সেখানে হামলা চালিয়েছে। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে। এটা পাকিস্তানের অধিকার।’ বস্তুত পাক সরকার ভারতের জঙ্গি নিকেশকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করছে।

এই পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করাটা জরুরি। সেই কাজটাই করলেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বললেন, "আমরা হনুমানজির আদর্শ মেনে চলেছি। অশোক বাটিকা ধ্বংস করার সময় হনুমানজি বলেছিলেন, যারা আমাকে মেরেছে, আমি তাদেরই মারছি। অর্থাৎ আমরা তাদেরই মেরেছি যারা নিরীহ নাগরিকদের হত্যা করেছে।" তিনি সাফ বলেছেন, "আমরা বহু পরিকল্পনা করে হামলা চালিয়েছি। কোনওভাবে সাধারণ নাগরিকরা যাতে আক্রান্ত না হন, সংবেদনশীলতার সঙ্গে সে ব্যাপারে নজর দিয়েছে ভারতীয় সেনা।" রাজনাথের দাবি, আত্মরক্ষার জন্য যে কোনও ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার ভারতের আছে। অপারেশন সিঁদুরে সেই অধিকারই প্রয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের আত্মরক্ষার অধিকার থেকেই পাক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা।
  • অবস্থান স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • তিনি জানিয়ে দিলেন, "আমরা তাদেরই মেরেছি, যারা নিরীহদের মেরেছে।"
Advertisement