সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই জল্পনা চলছিল। অবশেষে তা সত্যি হল। বাতিল করা হল আগামী সপ্তাহে অযোধ্যায় শুরু হতে চলা রাম নবমীর উৎসব। শুক্রবার এই কথা জানালেন ‘রাম কোট পরিক্রমা’ নামে এই উৎসবের অন্যতম আয়োজক মোহন্ত রাজকুমার দাস।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও অযোধ্যায় ঐতিহ্যবাহী রাম কোট পরিক্রমার আয়োজন করা হয়েছিল। আগামী ২৪ মার্চ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর সূচনা হওয়ার কথা ছিল। এছাড়া রামনবমীর উৎসব উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অযোধ্যায়। কিন্তু, করোনা ভাইরাস(Corona virus)-র সংক্রমণের আশঙ্কায় এবার তা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’
[আরও পড়ুন: করোনা আক্রান্ত ছেলেকে লুকিয়ে রাখার জের, সাসপেন্ড রেলের মহিলা আধিকারিক ]
গত বছরের ডিসেম্বর মাসে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তাই এবছরের রাম নবমীর উৎসবে প্রচুর মানুষের জমায়েত হওয়ার কথা ছিল। এই বিষয়টি উল্লেখ করে রাজকুমার দাস বলেন, ‘সারা বিশ্বে আজ সব থেকে বড় বিপদ হল করোনা ভাইরাস। আমাদের দেশেও প্রতিদিন এই মারণ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই আমরা চাই না যে এই উৎসবে এসে কারও সংক্রমণ হোক। এই বিষয়টি চিন্তা করেই উৎসব বন্ধ রাখা হচ্ছে। ভক্তদের এই সময়ে মন্দির দর্শন করা ও সরযূ নদীতে স্নান করতে নিষেধ করা হচ্ছে।’
[আরও পড়ুন: ঘুষ না দেওয়ায় চলন্ত ট্রেনেই আইআরসিটিসি কর্মীকে গুলি মদ্যপ আরপিএফের, হতভম্ব যাত্রীরা]
The post করোনা সংক্রমণের আশঙ্কা, বাতিল অযোধ্যার রাম নবমীর উৎসব appeared first on Sangbad Pratidin.
