shono
Advertisement

Breaking News

Ratan Tata

রতন টাটার জন্মবার্ষিকী! এয়ার ইন্ডিয়ার নতুন বিমানের নাম রাখা হল তাঁর নামে

সোমবার দিল্লি বিমানবন্দরে পৌঁছাবে এই বিমান।
Published By: Anustup Roy BarmanPosted: 05:24 PM Dec 28, 2025Updated: 05:24 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান এমিরিটাস রতন টাটার ৮৮তম জন্মবার্ষিকী। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এক নতুন পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া। নতুন বিমানের নাম রাখা হল রতন টাতার নামে।

Advertisement

শনিবার সকালে সিয়াটলে বোয়িং-এর কারখানা থেকে নতুন একটি বিমান দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৫১তম ৭৩৭-৮ ম্যাক্স বিমানের কল সাইন (রেজিস্ট্রেশন প্লেট) -এ VT-RNT প্লেটে অক্ষর খোদাই করা থাকবে। ডিজিসিএ এই নামের অনুমোদন দিয়েছে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ভারতকে তার কল সাইন প্লেটের ভিটি বরাদ্দ করে। পাশাপাশি, আরএনটি হল শিল্পপতি রতন নাভাল টাটার নামের সংক্ষিপ্ত রূপ। একটি সূত্র জানিয়েছে, ১৮০ আসনের এই বিমানটি শুক্রবার সকালে সিয়াটেল থেকে যাত্রা শুরু করেছে। এই বিমানে চার সেট ফ্লাইট ক্যাপ্টেন এবং ফ্লাইং অফিসারের জায়গা রয়েছে। 'দ্য ভিশনারি এয়ারক্রাফ্ট' নামের এই বিমানটি সোমবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আইসল্যান্ড এবং কুয়েতের উপর দিয়ে উড়বে এই বিমান।

প্রসঙ্গত, এয়ার এশিয়া ইন্ডিয়া অতীতে জেআরডি টাটার জন্য একটি বিশেষ রেজিস্ট্রেশন প্লেট রাখার উদ্যোগ নিয়েছিল। এই কল সাইনটি ছিল ভিটি-জেআরডি। ​​এর নাম ছিল 'দ্য পাইওনিয়ার এয়ারক্রাফ্ট'। সংস্থাগুলি মিশে যাওয়ার পরে এই বিমানটিও এখন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের হাতে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রতন টাটার ৮৮তম জন্মবার্ষিকী।
  • নতুন পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া।
  • নতুন বিমানের নাম রাখা হল রতন টাতার নামে।
Advertisement