shono
Advertisement

Breaking News

Uttar Pradesh SIR

SIR যেন শাঁখের করাত, উত্তরপ্রদেশে 'আনকালেক্টেড' ফর্ম ২.৮৯ কোটি, চাপ বাড়ছে যোগীর!

উত্তরপ্রদেশের প্রতিটি কেন্দ্রে বিজেপির প্রচুর ভোট বাদ পড়বে, দাবি অখিলেশের।
Published By: Subhajit MandalPosted: 04:44 PM Dec 28, 2025Updated: 05:15 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR-এ বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম। কারণ রাজ্য নাকি ‘অনুপ্রবেশকারী’তে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বাংলায় যে পরিমাণ ভোটারের নাম বাদ গিয়েছে তার চেয়ে শতাংশের বিচার বেশি নাম বাদ যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই। গুজরাট, ছত্তিশগড়ের মতো রাজ্যে প্রকাশিত তালিকা ইতিমধ্যেই গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তরপ্রদেশের নামও।

Advertisement

একযোগে মোট ১২টি রাজ্যে SIR শুরু করেছিল নির্বাচন কমিশন। প্রায় প্রতিটি রাজ্যে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেলেও উত্তরপ্রদেশে এখনও হয়নি। দু'বার ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। একেবারে বছরের শেষ দিনে যোগী রাজ্যের খসড়া তালিকা প্রকাশিত হবে। তবে শুক্রবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন শেষ। এনুমারেশন ফর্ম জমা পড়ার যে তথ্য প্রকাশ্যে এসেছে সেটা রীতিমতো চোখ কপালে ওঠার মতো। মোট সাড়ে ১৫ কোটি ভোটারের মধ্যে প্রায় ৩ কোটি ভোটার বাদ পড়তে চলেছেন।

হিসাব বলছে, যোগীরাজ্যে আনকালেক্টেড ফর্মের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ভোটার। এর মধ্যে ১ কোটি ২৬ লক্ষ ভোটার স্থানান্তরিত, ৪৬ লক্ষ ভোটার মৃত, ২৩ লক্ষ ৭০ হাজার ভোটার ভুয়ো বা ডুপ্লিকেট, ৮৩ লক্ষ ভোটার নিখোঁজ এবং ৯ লক্ষের সামান্য অধিক। এই বিপুল সংখ্যক ভোটার যদি বাদ পড়ে যান তাহলে সেটা বিজেপির জন্যই অস্বস্তিকর। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই মেনে নিয়েছেন, যে ভোটারদের নাম বাদ পড়তে চলেছে তাদের বেশিরভাগটাই বিজেপির। এমনকী এত নাম যাতে বাদ না যায়, সেটা নিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের নির্দেশও দেন তিনি। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। স্রেফ আনকালেক্টেড ফর্মের সংখ্যাই ৩ কোটির কাছাকাছি। অর্থাৎ এই সংখ্যার ভোটার বাদ যাবেনই। পরে সংখ্যাটা আরও বাড়তে পারে।

ইতিমধ্যেই এ নিয়ে সপা সুপ্রিমো অখিলেশ যাদব কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, "উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভায় গড়ে ৬০ হাজার করে ভোট কমছে বিজেপির। যা ভোট বাদ পড়ছে। সেটার বেশিরভাগই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের পকেট ভোট।" দেশের অন্যান্য অধিকাংশ রাজ্যে SIR নিয়ে বেশি উদ্বিগ্ন বিরোধী শিবির। সেখানে উত্তরপ্রদেশে বিজেপিই বেশি উদ্বেগে। যা বেশ চমকপ্রদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় প্রতিটি রাজ্যে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেলেও উত্তরপ্রদেশে এখনও হয়নি।
  • দু'বার ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
  • একেবারে বছরের শেষ দিনে যোগী রাজ্যের খসড়া তালিকা প্রকাশিত হবে।
Advertisement