সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে ১০ বছর বয়স হলেই সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যাবে। পাশাপাশি নিজেরাই স্বাধীনভাবে তা পরিচালনা করতে পারবে খুদেরা। সোমবার একটি নির্দেশিকায় এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রেই এই নিয়ম লাগু হবে। কো-অপারেটিভ ব্যাঙ্ক, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কও এই নিয়মের আওতায় পড়বে।
আরবিআই জানিয়েছে, তাদের পুরনো নির্দেশিকা পুনর্বিবেচনা করেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং শিশুদের ক্ষেত্রে সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনা করার স্বাধীনতা দেওয়ার জন্য এই নিয়ম লাগু করা হল। চলতি বছরের ১ জুলাই থেকেই সব ব্যাঙ্ককে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।
তবে ১০ বছরের কমবয়সি কোনও শিশু যদি অ্যাকাউন্ট খুলতে চায় সেক্ষেত্রে কী হবে? নতুন নির্দেশিকায় এই বিষয়টিও পরিষ্কার করেছে আরবিআই। তারা জানিয়েছে, ১০ বছর কম বয়সি কোনও শিশু যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে তারা তাদের অভিভাবকের মাধ্যমে সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে ১০ বছর বা তার বেশি বয়স হলে তারা নিজেরাই অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারবে।
তবে যখন কোনও শিশু ১৮ বছর বয়সে পৌঁছবে তখন তাকে শিশু অবস্থায় খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিচালনার জন্য নতুন করে কিছু নির্দেশিকা অনুসরণ করতে হবে। নতুন করে তাদের সই, ছবি আপডেট করতে হবে। আরবিআই তাদের নির্দেশিকায় এও জানিয়েছে, ব্যাঙ্ক চাইলে ১০ বছর বা তার কমবয়সি গ্রাহকদের অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম কার্ড, চেকবুকের পরিষেবা দিতে পারবে। তবে এই অ্যাকাউন্টগুলিতে কোনওভাবেই ওভারড্রাফটের সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়েছে আরবিআই।
