shono
Advertisement

২০০০ টাকার নোট নিয়ে ফের বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

আগামী মাসেই বাজারে আসছে ২০০ টাকার নোট। The post ২০০০ টাকার নোট নিয়ে ফের বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:48 PM Jul 26, 2017Updated: 07:31 AM Jul 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাস নয়েক। অন্যান্য নোটের তুলনায় শিশুই বলতে হয় দু’হাজার টাকার নোটকে। বাজারে আসামাত্র তাকে নিয়ে হাজারো বিতর্ক। কখনও রং বা নোটের কাগজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নোট বাতিলের মাস নয়েক কাটার পর এবার তা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement

[ এই মন্দিরে পুজো দিলেই যুদ্ধে জয়লাভ করে ভারত! ]

নোট বাতিলের পরই কালো টাকার রমরমা রুখতে আনা হয়েছিল ২০০০ টাকার নোট। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে বলেই মনে করেন অনেকে। একদিকে তো এই নোটও জাল করে ফেলেছে কালো টাকার কারবারীরা। অন্যদিকে বড় নোট ভাঙাতেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এরকম নানা কারণের জেরেই নতুন করে আর এই নোট না ছাপানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ এ বছরের মতো আর কোনও ২০০০ টাকার নোট ছাপানো হবে না। পরিবর্তে খুচরো সমস্যা দূর করতে ২০০ টাকার নোট ছাপানোয় মন দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ইতিমধ্যেই জোরকদমে কাজ শুরু হয়েছে মাইসুরু ও শালবনির ছাপাখানায় । আগামী মাসেই নতুন নোট বাজারে চলে আসবে বলে সূত্রের খবর।

বাংলার জামাই হলেন রাষ্ট্রপতি, বর্ধমানে শ্যালকের পাড়ায় অকাল দীপাবলি ]

নোট বাতিলের জেরে নগদের জোগান বেশ কমেছিল। যদিও পরবর্তীকালে পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। যেটুকু ঘাটতি আছে তা নতুন ২০০ টাকার নোট মিটিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

The post ২০০০ টাকার নোট নিয়ে ফের বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement