shono
Advertisement
MGNREGA

'MNREGA-র নামবদল গান্ধীকে দ্বিতীয়বার হত্যার সমান', কেন্দ্রকে তুলোধোনা চিদম্বরমের

নেহেরুর পর এবার গান্ধীকে নিয়ে পড়েছে বিজেপি, দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর।
Published By: Subhajit MandalPosted: 08:01 PM Dec 17, 2025Updated: 08:01 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলের প্রস্তাব নিয়ে বিস্ফোরক প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। বর্ষীয়ান কংগ্রেস নেতার দাবি, কেন্দ্র আসলে জনমানস থেকে গান্ধীকে মুছে ফেলতে চাইছে। এটা দ্বিতীয়বার গান্ধীজিকে হত্যার শামিল।

Advertisement

মনরেগা বা MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) করার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। ইতিমধ্যেই লোকসভায় এ সংক্রান্ত বিল পেশ হয়েছে। কেন্দ্র বলছে, এই নয়া বিল আগের চেয়ে উন্নত এবং গ্রামোন্নয়নে উপযোগী। গান্ধীজি যে রামরাজ্যের স্বপ্ন দেখাতেন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এই বিল পেশ। কিন্তু বিরোধীদের দাবি, পুরোটাই গান্ধীজির নাম বিল থেকে মোছার চেষ্টা।

এই ইস্যুতে চিদম্বরম অন্য বিরোধীদের সুরে সুর মিলিয়ে আরও চড়া সুরে কেন্দ্রকে বিঁধলেন। তাঁর বক্তব্য, কেন্দ্রের এই বিল দ্বিতীয়বার গান্ধী হত্যার শামিল। প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়, "বিজেপির উদ্দেশ্য স্পষ্ট, গান্ধীকে মানুষের স্মৃতি থেকে মুছে ফেলা। দেশের শিশুরা যাতে গান্ধী সম্পর্কে জানতে না পারে। মানুষের মুখে যেন গান্ধীর নাম না থাকে। ওরা মহাত্মা গান্ধীকে মানুষের স্মৃতি থেকে স্রেফ মুছে ফেলার চেষ্টা করছে।"

চিদম্বরমের বক্তব্য, এতদিন বিজেপি পড়েছিল জওহরলাল নেহেরুকে নিয়ে। বহু বছর ধরে তাঁর ভাবমূর্তির ক্ষতি করার পর এবার ওরা গান্ধীর পিছনে পড়েছে। এটা আসলে দ্বিতীয়বার গান্ধী হত্যার সমান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলের প্রস্তাব নিয়ে বিস্ফোরক প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।
  • বর্ষীয়ান কংগ্রেস নেতার দাবি, কেন্দ্র আসলে জনমানস থেকে গান্ধীকে মুছে ফেলতে চাইছে।
  • এটা দ্বিতীয়বার গান্ধীজিকে হত্যার শামিল।
Advertisement