shono
Advertisement

গোড়ালি জলও কাঁধে চেপে পেরোলেন এই আধিকারিক, ভাইরাল ভিডিও

ভিডিও নিয়ে নেটদুনিয়ার বিতর্ক কিন্তু কমছে না৷ The post গোড়ালি জলও কাঁধে চেপে পেরোলেন এই আধিকারিক, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 05:58 PM Mar 24, 2017Updated: 04:20 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে দামি স্যুট৷ পায়ে বুট৷ তা নিয়ে জলে নামবেন কী করে! অতএব স্থানীয়র কাঁধের জোরই ভরসা৷ এভাবেই গোড়ালি জল পেরলেন কর্নাটকের এক আধিকারিক৷ সে ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়া৷

Advertisement

Jio প্রাইম মেম্বারশিপ না নিলে ৩১ মার্চের পর কী হবে? ]

এর আগে এরকম কাণ্ড করতে দেখা গিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে৷ বন্যা পরিদর্শনে গিয়ে বেকায়দায় পড়েছিলেন৷ শেষমেশ চ্যাংদোলা করে তাঁকে বন্যা পরিদর্শন করানো হয়৷ সে ছবি প্রকাশ্যে আসতেই বেদম শোরগোল পড়ে৷ কিন্তু সেখানেই শেষ নয়৷ আরও একবার স্রেফ মোজা পরেই এক আশ্রমে ঢুকেছিলেন তিনি৷ ফলে তাঁর জুতো হাতে নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল এক নিরাপত্তারক্ষীকে৷ এবার সে দৃশ্যই দেখা গেল এক আধিকারিকের ক্ষেত্রে৷

আজমের শরিফের দরগায় চাদড় চড়াতে উদ্যোগী খোদ মোদি ]

জানা যাচ্ছে, এই আধিকারিকের নাম কুর্মা রোয়া৷ বয়সে তরুণ৷ কর্নাটকের রায়চূড়ে এক সামান্য ড্রেন পেরতে গিয়ে হিমশিম খেলেন তিনি৷ স্থানীয়রা কাঁধে করে তাঁকে পার করালেন৷ তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁর৷ কোনও অনুতাপেরও চিহ্ন দেখা গেল না মুখে৷ কাঁধ থেকে নেমে দিব্যি কথোপকথনে, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন আধিকারিক৷

#WATCH Kurma Roa, CEO Zila Panchayat crosses a drain with help from locals, in Raichur, Karnataka. pic.twitter.com/kceNnP5W23

— ANI (@ANI_news) March 24, 2017

ভাইরাল এ ভিডিও নিয়েই উঠেছে প্রশ্ন৷ অনেকেই বলছেন, যে জেলা পঞ্চায়েতের সিইও নিজে সামান্য একটা ড্রেনও পেরতে পারেন না, তিনি পঞ্চায়েতের উন্নয়নের কথা ভাববেন কীভাবে৷ যদিও এ কথা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্নও ওঠে৷ তবে ভিডিও নিয়ে নেটদুনিয়ার বিতর্ক কিন্তু কমছে না৷

The post গোড়ালি জলও কাঁধে চেপে পেরোলেন এই আধিকারিক, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার