shono
Advertisement
RJD

'টাকা দিইনি বলে টিকিট দেয়নি', লালুর বাড়ির সামনে হাঁউমাউ কান্না RJD নেতার, ছিঁড়লেন জামাও!

ভাইরাল হয়ে গিয়েছে ওই মুহূর্তের ভিডিও।
Published By: Biswadip DeyPosted: 02:32 PM Oct 19, 2025Updated: 02:32 PM Oct 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে এখনও আসনরফা চূড়ান্তই হয়নি ইন্ডিয়া জোটে। এর মধ্যেই লালুপ্রসাদ যাদবের বাড়ির সামনে এক ক্ষুব্ধ আরজেডি নেতার দেখা মিলল। তাঁর দাবি, 'ঘুষ' না দেওয়ায় তাঁকে টিকিট দিচ্ছে না দল! এমনকী রাস্তার উপরেই তিনি নিজের জামা ছিঁড়ে ফেলেন, কেঁদেকেটে একসাও হন। লালুর গাড়ির গাড়িকেও তাড়া করতে দেখা গেল তাঁকে। সব মিলিয়ে রবিবার সকালে 'নাটক' তৈরি হল প্রবীণ নেতার বাড়ির সামনে। ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার নানা ভিডিও।

Advertisement

ঠিক কী ঘটেছে? মদন শাহ নামের ওই নেতাকে দেখা যায় জামা ছিঁড়ে রাস্তায় শুয়ে পড়তে। রীতিমতো জোরে জোরে কাঁদতে থাকেন তিনি। ফলে রীতিমতো লোক জড়ো হয়ে যায় সেখানে। মদন দাবি করেন, তিনি পয়সা খরচ করেননি বলেই টিকিট মেলেনি। অভিযোগের তির রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদবের দিকে। সঞ্জয়কে 'দালাল' বলেও তোপ দাগেন মদন। দাবি করেন, মধুবন কেন্দ্রের আসনের টিকিট দিতে অর্থ চাওয়া হয়েছিল তাঁর থেকে।

মদনকে বলতে শোনা গিয়েছে, ''সৎ ও কর্মঠ কর্মীদের দল অগ্রাহ্য করছে। এখন যাদের পয়সা বেশি তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে।'' একটি ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি লালুর গাড়িকে ধাওয়া করতে। যদিও পুলিশ তাঁকে ভিতরে যেতে দেয়নি।

আরজেডির অন্তরে অশান্তি অবশ্য গত সপ্তাহ থেকেই চলছে। দিল্লি থেকে পাটনায় ফিরে লালু প্রসাদ যাদব বিধায়কদের মধ্যে আসন বণ্টন শুরু করেন। সূত্রের খবর, তেজস্বী ফিরতেই তৈরি হয় অস্বস্তি। তিনি একাধিক বিধায়ককে দলীয় প্রতীক ফেরাতে বলেন। কেন ওই নেতাদের প্রতীক ফিরিয়ে দিতে বলা হয়? আসলে কংগ্রেসের সঙ্গে আরজেডির আসন বণ্টন এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে যে সব বিধানসভার টিকিট দেওয়া হয়েছিল আরজেডি নেতাদের, তার অনেকগুলিই কংগ্রেস প্রার্থী দেবে বলে দাবি জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারে এখনও আসনরফা চূড়ান্তই হয়নি ইন্ডিয়া জোটে। এর মধ্যেই লালুপ্রসাদ যাদবের বাড়ির সামনে এক ক্ষুব্ধ আরজেডি নেতার দেখা মিলল।
  • তাঁর দাবি, 'ঘুষ' না দেওয়ায় তাঁকে টিকিট দিচ্ছে না দল!
  • এমনকী রাস্তার উপরেই তিনি নিজের জামা ছিঁড়ে ফেলেন, কেঁদেকেটে একসাও হন।
Advertisement