shono
Advertisement

বিতর্কের মুখে পড়ে রাজ্যসভার অধিবেশনে অংশ নিলেন শচীন

তবে এদিন কোনও প্রশ্নই করেননি 'মাস্টার ব্লাস্টার'। The post বিতর্কের মুখে পড়ে রাজ্যসভার অধিবেশনে অংশ নিলেন শচীন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:41 PM Aug 03, 2017Updated: 04:00 PM Aug 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় মনোনীত সাংসদদের উপস্থিতি একদম কম। তাঁদের সদস্যপদ অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত। মঙ্গলবারই রাজ্যসভায় এমন দাবি করেছিলেন সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল। সে অভিযোগের দু’দিন পর বৃহস্পতিবার অবশ্য রাজ্যসভায় এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেণ্ডুলকর। শচীন ছাড়াও এদিন এসেছিলেন বক্সার মেরি কম। তবে ছিলেন না বলিউড অভিনেত্রী রেখা।

Advertisement

[মিতালিদের প্রশংসা করতে গিয়ে ফের নেটিজেনদের রোষের মুখে শোভা দে]

এর আগে মঙ্গলবার রাজ্যসভায় অধিবেশন চলাকালীন সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল। বলেন, ‘সংসদের কাজকর্মে মনোনীত সাংসদদের কোনও আগ্রহ নেই। রেখা, শচীনের মতো সাংসদের উচিত সেক্ষেত্রে ইস্তফা দেওয়া।’ আগরওয়ালের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। আর সেই বিতর্কের মুখে পড়েই শেষপর্যন্ত এদিন সংসদে আসেন শচীন। তবে এদিন অধিবেশনে যোগ দিলেও কোনও প্রশ্ন করেননি তিনি। চুপ করে সকলের বক্তব্যই শুনেছেন।

বস্তুত, ২০১২ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হলেও ১২ জন মনোনীত সাংসদের মধ্যে রেখা বা শচীন কেউই কোনওদিন সেভাবে অধিবেশনে উপস্থিত ছিলেন না। আগামী বছর ২৬ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে দু’জনের। তবে দু’জনের উপস্থিতি এখনও অনেক কম। রাজ্যসভায় সাংসদ হওয়ার পর এখনও অবধি শচীনের উপস্থিতির সংখ্যা মাত্র ৭ শতাংশ। কোনও ব্যক্তিগত কোনও বিল আনেননি। অংশ নেননি কোনও বিতর্কেও। প্রশ্ন করেছেন মাত্র ২২ বার। শচীন ও রেখা ছাড়াও মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় রয়েছেন অনু আগা, সম্ভাজী ছত্রপতি, স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, নরেন্দ্র যাদব, এম সি মেরি কম। কে পারাসারান, গোপী সুরেশ, সুব্রহ্মমণ্যম স্বামী এবং কে টি এস তুলসি।

[গরিবের মুখে অন্ন তুলে দিতে অভিনব উদ্যোগ গম্ভীরের]

The post বিতর্কের মুখে পড়ে রাজ্যসভার অধিবেশনে অংশ নিলেন শচীন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার