সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী দুর্বল বলেই তড়িঘড়ি বিদেশে সাংসদদের প্রতিনিধিদল পাঠাতে হচ্ছে। ওই 'বারাত' (পড়ুন বরযাত্রী) বয়কট করা উচিত। কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে বলে দিলেন শিব সেনা উদ্ধবের নেতা সঞ্জয় রাউত। গোটা ইন্ডিয়া ব্লকের উচিত এই 'বরযাত্রী' বয়কট করা।
পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে সাতটি সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার সোশাল মিডিয়ায় সব দলের সাংসদদের তালিকা প্রকাশ করেছেন। কোন প্রতিনিধিদল কোন দেশে যাবে, সেটাও ঘোষণা করেছেন তিনি। প্রত্যাশিতভাবেই কেন্দ্রের দেওয়া তালিকায় এনডিএ সদস্যদের আধিক্য রয়েছে। তাতেই মূল আপত্তি রাউতের। তিনি বলছেন, "বিজেপি যেমন সবকিছু নিয়ে রাজনীতি করে। এটা নিয়েও রাজনীতিই করল।"
রাউতের বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী দুর্বল বলেই এভাবে তড়িঘড়ি সাংসদদের দল পাঠাতে হচ্ছে বিদেশে। শিব সেনার উদ্ধব শিবিরের নেতা বলছেন, "এই ধরনের বরযাত্রী বিদেশে পাঠানোর কোনও মানে ছিল না। এটা পাঠাতে হচ্ছে কারণ প্রধানমন্ত্রী নিজে দুর্বল। ভাবুন তো, একজন মুখ্যমন্ত্রীর ছেলে (একনাথ শিণ্ডের ছেলে শ্রীকান্ত শিণ্ডে) বিদেশে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে কী বলবেন?" রাউতের অভিযোগ, "অন্য সব কিছুর মতো এখানেও পুরোপুরি রাজনীতি করছে বিজেপি। ইন্ডিয়া ব্লকের উচিত এই বরযাত্রী বয়কটা করা।"
তাৎপর্যপূর্ণ বিষয় হল, কেন্দ্র বিদেশে নিজেদের অবস্থান জানানোর জন্য যে প্রতিনিধিদের পাঠাতে চাইছে, সেই প্রতিনিধি দলে অন্য দলের মতো শিব সেনা উদ্ধবেরও প্রতিনিধি রয়েছেন। শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকে প্রতিনিধি দলে রাখা হয়েছে। তিনি কি শেষমেশ এই প্রতিনিধিদলকে বয়কট করবেন? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
