shono
Advertisement
Uttar Pradesh

ঘুমন্ত অবস্থায় পরিবারের সাত সদস্যকে পিষল বেপরোয়া গাড়ি! মৃত ২, আহত শিশু-সহ ৫

ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 11:58 AM Apr 26, 2025Updated: 12:02 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল গরমে বাড়ির বাইরে রাস্তার ধারে ঘুমাচ্ছিলেন একই পরিবারের সাত সদস্য। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণে হারিয়ে তাদের ধাক্কা মারে। গাড়ির তলায় পিষ্ট হয় এক শিশু-সহ ৭ জন। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মা ও মেয়ে। বাকি ৫ জন গুরুতর আহত। স্থানীয় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তাঁরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোরক্ষপুরে বালাপার-টিকরিয়া রোডের কাছে রঘুনাথপুর ভগবানপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি মঙ্গলস্থান থেকে বালাপারের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে শুয়ে থাকা ওই গ্রামের বাসিন্দা সাইদা খাতুন (৩০), সুফিয়া (১৬), বদরে আলম (১৭), রাবিয়া (৩২) মরিয়ম (৫০) জুবায়ের (১৪) ও নিহালের (০৪) উপর দিয়ে চলে যায় গাড়িটি। বিকট শব্দ ও চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বিআরডি মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইদা খাতুন ও তার সুফিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ি থেকে গাড়িটি ফিরছিল। দুর্ঘটনার পর চালক-সহ প্রত্যেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। উত্তেজিত জনতা এক যুবককে ধরে ফেলে। তাঁকে মারধর করা বলে অভিযোগ। ঘাতক গাড়িটি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জনতাকে বুঝিয়ে উদ্ধার করে আটক করেছে পুলিশ। ক্রেন নিয়ে এসে ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ। এসপি (সিটি) অভিনব ত্যাগী বলেন, "দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। আহতদের বিআরডি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এক যুবক আটক করা হয়েছে। তদন্ত চলছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রবল গরমে বাড়ির বাইরে রাস্তার ধারে ঘুমাচ্ছিলেন একই পরিবারের সাত সদস্য।
  • দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণে হারিয়ে তাদের ধাক্কা মারে।
  • গাড়ির তলায় পিষ্ট হয় এক শিশু-সহ ৭ জন।
Advertisement