shono
Advertisement
India-Pakistan conflict

বিশ্বমঞ্চে পাকিস্তানের জেহাদি এজেন্ডা তুলে ধরবে ভারত! দিল্লির দূত হয়ে যাবেন শশী, কানিমোঝিরা

শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকবেন।
Published By: Biswadip DeyPosted: 02:04 PM May 17, 2025Updated: 02:28 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্বার্থে একজোট হয়ে গিয়েছে শাসক ও বিরোধী শিবির। পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। শুধু রাষ্ট্রসংঘ নয়, সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। ওই প্রতিনিধিদলে শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকবেন। আর সেই দলের নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরকে। শনিবারই সংসদ বিষয়ক মন্ত্রক প্রতিনিধি দলের সমস্ত নেতার নাম ঘোষণা করেছে।

Advertisement

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ''সাত সদস্যের সর্বদলীয় প্রতিনিধিরা দ্রুত প্রধান সঙ্গী দেশে যাবেন। বার্তা পৌঁছে দেবেন যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো-টলারেন্স নীতি নিয়েই চলব। মতপার্থক্য সত্ত্বেও রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের উজ্জ্বল প্রতিফলন এটা।''

শশী থারুর ছাড়া এই দলগুলিকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে আরও ছ'জনকে। তাঁরা হলেন- রবিশংকর প্রসাদ (বিজেপি), সঞ্জয়কুমার ঝা (জেডিইউ), বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি), কানিমোঝি করুণানিধি (ডিএমকে) ও সুপ্রিয়া সুলে (এনসিপি)।

প্রসঙ্গত, শশী থারুরের নাম কিন্তু কংগ্রেসের তরফে দেওয়াই হয়নি। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চারজনের নাম দিয়েছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ ড. সইদ নাসির হুসেন এবং লোকসভার সাংসদ রাজা ব্রার। কিন্তু শশীকে বেছে নেওয়া হয়েছে। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে সরকারের প্রশংসায় মুখর হয়েছিলেন শশী। এরপরই তাঁর এই দলভুক্তি।

আগামী ২২ মে থেকে এই সফর শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে যাবে প্রতিনিধি দলগুলি। প্রতিটি প্রতিনিধি দলে ৫-৬ জন করে সাংসদ থাকবেন। মনে করা হচ্ছে শশীর নেতৃত্বাধীন দল যাবে আমেরিকায়। পাশাপাশি সুপ্রিয়া সুলের দল যাবে ওমান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইজিপ্টে। রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন দল যাবে সৌদি আরব, কুয়েত, বাহরিন ও আলজেরিয়ায়। অন্যদিকে সঞ্জয় ঝার দল যাবে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়।

দলগুলিতে থাকতে পারেবন অনুরাগ ঠাকুর, অপরাজিতা সারঙ্গি, মণীশ তিওয়ারি, আসাদউদ্দিন ওয়েইসি, অমর সিং, রাজীবপ্রতাপ রুডি. শমীক ভট্টাচার্য, প্রিয়াঙ্কা চতুর্বেদী প্রমুখ। তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি শারীরিক অবস্থার কারণে যেতে পারবেন না বলে জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ খুলতে
  • বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। ওই প্রতিনিধিদলে শাসক ও বিরোধী দুই শিবিরেরই সাংসদরা থাকবেন।
  • আর সেই দলের নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরকে।
Advertisement