shono
Advertisement

Breaking News

নেহরু নন, যোগের জনপ্রিয়তার মূলে মোদিই! দলের উলটো সুর শশী থারুরের

২০২৪ লোকসভার আগে শশীর অবস্থান নিয়ে জল্পনা।
Posted: 06:26 PM Jun 21, 2023Updated: 06:49 PM Jun 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসে ফের দলের উলটো সুর শোনা গেল শশী থারুরের গলায়। যোগের বিশ্বব্যাপী জনপ্রিয়তার কৃতিত্ব শুধু নেহেরুকে দিতে নারাজ কেরলের সাংসদ। তিনি বলছেন, “বর্তমান ভারত সরকার, প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকেরও কৃতিত্ব প্রাপ্য, এবং সেটা আমাদের স্বীকার করতে হবে।”

Advertisement

আন্তর্জাতিক যোগ দিবসের (Yoga Day) সকালে কংগ্রেসের তরফে একটি টুইট করে দাবি করা হয়, “আজকের দিনে আমাদের পণ্ডিত নেহরুকে স্মরণ করা উচিত। তিনি যোগের জনপ্রিয়তায় অনবদ্য ভূমিকা নিয়েছেন। যোগকে জাতীয় নীতির অন্তর্ভুক্তও করেন তিনি। নেহেরুর ভূমিকার প্রশংসা করা উচিত।” নিজের দলের সেই টুইটটিকে রিটুইট করে একপ্রকার উলটো কথা বলে দেন শশী থারুর। তাতেই যত জল্পনা।

[আরও পড়ুন: ২১ বছরের নায়িকাকে ঠোঁটঠাসা চুমু, সাফাই দিতে গিয়ে শাহরুখের নাম নিলেন নওয়াজউদ্দিন ]

দলের নীতি নির্ধারকদের উদ্দেশে শশীর (Shashi Tharoor) পরামর্শ,”অবশ্যই আমাদের সবার অবদান স্বীকার করা উচিত। যার যোগকে নতুন রূপ দিয়েছে। যোগকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করেছে, সেই ভারত সরকার এবং বিদেশমন্ত্রককেও কৃতিত্ব দেওয়া উচিত। আমি কয়েক দশক ধরেই বলে আসছি, যোগ আমাদের শক্তি, আর আমরা যে সেটা বুঝতে পারছি, এটাই ভাল দিক।”

[আরও পড়ুন: ওয়েস্ট ব্যাঙ্কে হামাস জঙ্গির গুলিতে নিহত ৪, বদলার আগুনে জ্বলছে ইজরায়েল]

বস্তুত, যোগকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদির (Narendra Modi) ভূমিকা যে অস্বীকার করা যায় না, সেটা মানছেন শশী থারুরও। তবে এক্ষেত্রে থারুর যেভাবে প্রকাশ্যে দলের বিরোধিতা করছেন, সেটা আরও তাৎপর্যপূর্ণ। কংগ্রেসে সভাপতি নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলে একপ্রকার ব্রাত্য থারুর। সাম্প্রতিক অতীতে একাধিক ইস্যুতে তিনি দলের নীতির প্রত্যক্ষ বা পরোক্ষে সমালোচনা করেছেন। যোগ দিবসেও খানিকটা তেমনই সুর শোনা গেল। যা ২০২৪ লোকসভার আগে বেশ তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement