সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার নম্বরের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে৷ তারই মধ্যে আধার সুরক্ষা ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে তোপ শিব সেনার৷
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের প্রধান আর এস শর্মা টুইটারে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন৷ প্রথমে ব্যক্তিগত টুইটার হ্যান্ডলে নিজের আধার নম্বর দেন তিনি। তারপর নেটিজেনদের চ্যালেঞ্জ ছুড়ে লেখেন, ”দেখি আমার আধার নম্বরটা দিয়ে কে আমার গোপন তথ্য ফাঁস করতে পারে!” কেন্দ্রীয় আধিকারিকের এই সাহসিকতাই বুমেরাং হয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার টুইটে আসতে থাকে তাঁর মোবাইল নম্বর, প্যান কার্ড নম্বর, বাড়ির ঠিকানা, জন্ম তারিখ, ব্যক্তিগত ছবি। শুধু তাই নয়, এই আধার নম্বরকে কাজে লাগিয়েই খুঁজে বের করা হয় ট্রাইয়ের প্রধানের মেয়ের ই-মেল আইডি। যেখানে তাঁর কিছু একান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকিও দেয় হ্যাকাররা। আর এই ঘটনাই যে আধার সুরক্ষা নিয়ে কেন্দ্রের প্রতিশ্রুতির মুখোশ টেনে খুলে দিয়েছে, সে দাবিই তুলছে শিব সেনা। এভাবেই সরকারের উপর মানুষ বিশ্বাস হারাচ্ছে বলে মত তাদের।
[গরু পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও বজরং দলের সদস্য]
এদিকে আর এস শর্মার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর তরফে নাগরিকদের সাবধান করা হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়ায় নিজেদের আধার নম্বর শেয়ার না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। UIDAI-এর তরফে অবশ্য এও দাবি করা হয়েছে, ট্রাই প্রধানের কোনও তথ্যই ফাঁস হয়নি। যেগুলি সামনে আসছে তা আগে থেকেই গুগল প্ল্যাটফর্মে ছিল। তবে হ্যাকাররা জানিয়েছে, ইতিমধ্যেই আর এস শর্মার ব্যাংক অ্যাকাউন্টে এক টাকা জমাও দিয়েছে তারা। তাই তথ্য ফাঁসের অভিযোগ যতই উড়িয়ে দেওয়ার চেষ্টা হোক, সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। উল্লেখ্য, সম্প্রতি অনাস্থা প্রস্তাবে বিজেপির পক্ষে ভোট দেয়নি শিব সেনা। এবার আধার ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করায় সংঘাত আরও দৃঢ় হল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
[খসড়া তালিকায় বিজেপি বিধায়কের ‘পুরুষ’ স্ত্রী! বিতর্কের চূড়ায় নাগরিকপঞ্জি]
The post আধার সুরক্ষা নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ শিব সেনার appeared first on Sangbad Pratidin.