shono
Advertisement
Shivraj Singh Chouhan

'এয়ার ইন্ডিয়া প্রতারক', ভাঙা আসনে বিমান সফরে রেগে আগুন কেন্দ্রীয় মন্ত্রী

এই ঘটনার পর ক্ষমা চেয়ে মুখ খুলেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
Published By: Amit Kumar DasPosted: 05:32 PM Feb 22, 2025Updated: 06:32 PM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি ক্যাবিনেটের মন্ত্রী তিনি। দীর্ঘ বছর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এহেন ভিভিআইপি জন প্রতিনিধির বিমান সফরে বরাদ্দ করা হয়েছে কী না ভাঙা আসন! এই ঘটনায় রেগে আগুন হলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। টাটার অধিকৃত বিমান পরিবহণকারী সংস্থা এয়ার ইন্ডিয়াকে তুলোধোনা করলেন তিনি। অভিযোগ তুললেন, 'যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স।'

Advertisement

নিজের কষ্টকর বিমান সফরের অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় শেয়ার করে সরব হয়েছেন মন্ত্রী শিবরাজ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আজ ভোপাল থেকে দিল্লি যাওয়ার কথা ছিল আমার। সেখানে পুসায় এক কৃষিমেলার উদ্বোধন, কুরুক্ষেত্রে জৈব চাষ মিশন সংক্রান্ত বৈঠক ও চণ্ডীগড়ে এক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। যার জন্য এয়ার ইন্ডিয়ার AI436 বিমানের টিকিট কাটি আমি। যেখানে 8C আসন বরাদ্দ করা হয়। বিমানে ওঠার পর আমি দেখি আমার জন্য বরাদ্দ আসন ভেঙে ভেতর দিকে ঢুকে রয়েছে। যে আসনে বসা নিতান্ত কষ্টকর।'

এর পরই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে তোপ দেগে শিবরাজ লেখেন, 'আমি বিমানকর্মীদের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তাঁরা জানান, সংস্থাকে বিষয়টি জানানো হয়েছিল। এমন একটি নয় একাধিক আসনে সমস্যা রয়েছে। সহযাত্রীরা আমায় আসন বদলের প্রস্তাব দিলেও তা আমি গ্রহণ করিনি। তাতে ওই ব্যক্তিকে কষ্টের সফর করতে হত।' মন্ত্রীর অভিযোগ, 'আমি ভেবেছিলাম এয়ার ইন্ডিয়া টাটার হাতে যাওয়ার পর এর পরিষেবা আগের তুলনায় বোধহয় ভালো হয়েছে। তবে আমার ধারণা ভুল। আমি কষ্ট করে বসেছি বলে নয়, যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নিয়ে এভাবে ভাঙা আসনে তাঁদের বসানো অনৈতিক। এয়ার ইন্ডিয়া কি তাদের পরিষেবা ঠিক করবে, নাকি যাত্রীদের তাড়াহুড়োর ফায়দা নিতেই থাকবে।'

উল্লেখ্য, দেশের প্রথম বিমান পরিবহণকারী সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। বহুবার সংস্থার যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মাঝে ২০২ সালের ২৭ জানুয়ারি এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে টাটা গ্রুপ। তবে যাত্রী স্বচ্ছন্দ এখনও সেই তিমিরে পড়ে রয়েছে বলে অভিযোগ। মন্ত্রীর অভিযোগের পর মুখ খুলেছে এয়ার ইন্ডিয়া। তাদের বক্তব্য, 'কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। তবে এই ঘটনার জন্য আমাদের পরিষেবা ও যাত্রী স্বচ্ছন্দ নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। যা ঘটেছে তার জন্য আমরা অবশ্যই তদন্ত করব। এবং নিশ্চিত করব এমনটা যেন আর না ঘটে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিমান সফরে বরাদ্দ ভাঙা আসন!
  • কৃষিমন্ত্রীর অভিযোগ, 'যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স।'
  • এই ঘটনার পর ক্ষমা চেয়ে মুখ খুলেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
Advertisement