shono
Advertisement

‘বাপ তো বাপ হোতা হ্যায়’! গান বেজে উঠতেই রণক্ষেত্র যোগীরাজ্যের বিয়েবাড়ি

দুই মুসলিম পক্ষের সংঘর্ষে আহত বহু।
Posted: 07:22 PM May 25, 2023Updated: 07:22 PM May 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা গান। আর তাকে কেন্দ্র করেই ধুন্ধুমার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিয়েবাড়ি। সম্প্রতি যোগীরাজ্যে পুর নির্বাচন হয়েছে। সেই ভোটযুদ্ধের রেশই বিয়েবাড়ির হাসিখুশি উৎসবের আবহকে বিষিয়ে তুলল। যার পিছনে একটাই গান ‘বাপ তো বাপ হোতা হ্যায়’।

Advertisement

কর্ণাটকে বিধানসভা নির্বাচনে এবার মুখ থুবড়ে পুড়েছে বিজেপি। সেই ক্ষতে খানিক মলম লাগিয়েছে উত্তরপ্রদেশ। যোগীরাজ্যের ১৭টি পুরনিগমের সব ক’টিরই মেয়র পদের নির্বাচনে জয়ী পদ্ম শিবির। সেই নির্বাচনের ছায়াই পড়ল ঝাঁসির এক বিয়েবাড়িতে। যদিও প্রাথমিক ভাবে ছবিটা অন্য ছিল। আর পাঁচটা বিয়েবাড়ির মতোই আনন্দ-হাসি-হুল্লোড়ে মেতেছিলেন সকলে। এর মধ্যেই ডিজে বাজিয়ে দেন ‘বাপ বাপ হোতা হ্যায়’। অতিথিরা এটা ভালভাবে নেননি।

[আরও পড়ুন: চাপে উইপ্রোর আর্থিক পরিস্থিতি! সংস্থার চেয়ারম্যানের ভাতা হয়ে গেল অর্ধেক!]

জানা যাচ্ছে, ভোট মিটে গেলেও রাজ্যের দুই মুসলিম পক্ষের মধ্যেই টেনশন ছিল পুর নির্বাচনকে ঘিরে। গানটি বাজানোর পরই ঝগড়া লেগে যায়। শুরু হয় হাতাহাতি। ছোঁড়া হতে থাকে পাথর, বোতল। রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয় বিয়েবাড়ি। অনেকেরই চোট রীতিমতো গুরুতর।

দ্রুত খবর যায় পুলিশে। উচ্চপদস্থ অফিসারদের পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রামীণ পুলিশ সুপার গোপীনাথ জানিয়েছেন, ‘বাপ বাপ হোতা হ্যায়’ গানটি বাজানো হতেই অশান্তি শুরু হয়। ক্রমেই পরিস্থিতি চূড়ান্ত উত্তপ্ত হয়ে ওঠে।

[আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুরে যাবেন অমিত শাহ, শান্তি বজায় রাখার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement