shono
Advertisement
Jaipur

মদ্যপের অডি-তাণ্ডব! পথচারীদের পরপর পিষে দিল গাড়ি, আতঙ্ক জয়পুরে

পথের ধারে দোকানও উড়িয়ে দিয়েছে গাড়িটি।
Published By: Biswadip DeyPosted: 11:53 AM Jan 10, 2026Updated: 03:20 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে আচমকাই নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির অডির ধাক্কায় মৃত্যু হল একজনের। আহত ১৬। জয়পুরের রাস্তায় আতঙ্ক ছড়াল এমনই দুর্ঘটনায়। মনে করা হচ্ছে, অতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

রাজস্থানের জয়পুরের জার্নালিস্ট কলোনি এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি অডি গাড়ি প্রথমে রোড ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে তা উঠে যায় ফুটপাথে। এরপর গাড়ির ধাক্কায় যেমন আশপাশের দোকানগুলি গুঁড়িয়ে গেল, তেমনই গাড়ি পিষে দিল সেখানে থাকা পথচারীদের। তদন্তকারীরা জানিয়েছেন, এত জোরে ধাক্কা মেরেছে গাড়িটি যে কোনও কোনও দোকান ৩০ মিটার পর্যন্ত ছিটকে গিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ''গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটছিল। মানুষ আতঙ্কে ছোটাছুটি করছিল প্রাণ বাঁচাতে।'' দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। প্রাণ হারিয়েছেন একজন। আহতদের মধ্যে বারোজনকে এসএমএস হাসপাতাল ও জয়পুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক শুশ্রুষার পরে। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িটি উন্মাদের মতো গতিতে চলছিল। যা থেকে আশঙ্কা করা হচ্ছে সম্ভবত গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বৈরওয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় অডি গাড়িটির ভেতরে চারজন ছিলেন। তিনি বলেন, “গাড়ির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। গাড়ির আরোহীদের মধ্যে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্যরাতে আচমকাই নিয়ন্ত্রণ হারানো দ্রুতগতির অডির ধাক্কায় মৃত্যু হল একজনের। আহত ১৬।
  • আহতদের মধ্যে বারোজনকে এসএমএস হাসপাতাল ও জয়পুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
  • মনে করা হচ্ছে, অতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement