সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীতে আতঙ্কের দিন কাটিয়েছে গোটা বিশ্ব। মারণ ভাইরাসের সংক্রমণের দাপট আর মৃত্যুমিছিলে বিধ্বস্ত হয়েছিল ভারতও। অথচ কোভিড কালের সেই মৃত্যু নিয়েই দর্শকদের সামনে বসে ঠাট্টা-তামাশা করে হাততালি কুড়োনোর চেষ্টা করলেন এক স্ট্যান্ডআপ কমেডিয়ান। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
প্রায় তিন বছর পর প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে কোভিড অতিমারী (Corona Pandemic)। তবে সেই সব বিভীষিকাময় দিনগুলো যেন মনে করতে চান না দেশবাসী। যে সময় ভাইরাস কেড়েছে পরিবারের সদস্যকে। হাজার হাজার মানুষ হারিয়েছেন কাজ। দেশজুড়ে লকডাউনের জেরে লক্ষ লক্ষ শ্রমিক পায়ে হেঁটে অতিক্রম করেছেন মাইলের পর মাইল পথ। হাসপাতালে বেড পেতে নাভিশ্বাস ফেলতে হয়েছে। অক্সিজেন জোগাড় করতে নাজেহাল অবস্থা হয়েছে। কেন্দ্রের দেওয়া তথ্যে রোজ লাফিয়ে বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আর বর্তমানে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, তখন নাকি সেই কঠিন সময় নিয়েই মশকরা করলেন কমেডিয়ান ড্যানিয়েল ফার্নান্ডেজ। যা ভালভাবে নেননি নেটিজেনরা।
[আরও পড়ুন: সুনীলের বিতর্কিত গোলে মাঠ ছাড়ল কেরালা, বড় শাস্তির মুখে দক্ষিণের ক্লাব]
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ড্যানিয়েলের সেই কমেডির ভিডিও। যেখানে তিনি অক্সিজেন, আইসিইউ বেডের চাহিদার জন্য সাধারণ মানুষের হাহাকার নিয়ে তামাশা করছেন। অনেকেই সেই সময় সোশ্য়াল মাধ্যমে পোস্ট করে অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর, আইসিইউ বেডের আরজি জানাতেন। সেই সব বিষয়ই উঠে আসে তাঁর কমেডিতে। ড্যানিয়েল বলতে চান, সেই সময় যারা কেন্দ্র সরকারের সমর্থনে কথা বলেছে, তারাই সাহায্য পেয়েছে। কিন্তু তিনি তার উলটোটাই করেছেন।
তবে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে মশকরা করায় ড্যানিয়েলকে একহাত নেন নেটিজেনরা। দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করা হয় তাঁকে। অনেকে লেখেন, কমেডি করার বহু বিষয় আছে। কোভিডে মৃত্যুর মতো বিষয় নিয়ে মশকরা করা চলে না। যে দর্শকরা ড্যানিয়েলের সেই বক্তব্য শুরু হাসছিলেন এবং হাততালি দিচ্ছিলেন, তাঁদের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীও একহাত নেন ড্যানিয়েলকে। বলেন, ভ্যাকসিন তৈরিতে দেশের কৃতিত্বকেও গুরুত্ব দেননি কমেডিয়ান।