shono
Advertisement
Love Jihad

'লাভ জেহাদের অভিযুক্তদের ধরে ধরে নির্বীজকরণ করা হোক', দাবি বিজেপি সাংসদের

'লাভ জেহাদ' রুখতে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, অসমের মতো রাজ্যের বিধানসভায় বিল পাশ হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 05:48 PM May 02, 2025Updated: 07:21 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা 'লাভ জেহাদ' করে তাদের ধরে ধরে নির্বীজকরণ করে দেওয়া হোক। এমনই বিতর্কিত দাবি করলেন ভোপালের বিজেপি সাংসদ অলোক শর্মা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর সেই বক্তব্যের ভিডিও। ঘনিয়েছে বিতর্ক।

Advertisement

ভোপালের প্রাক্তন মেয়র অলোক এবারই প্রথম সাংসদ হয়েছেন। তিনি বলেছেন, ''সরকারের উচিক সমস্ত লাভ জেহাদে ধরা পড়া অভিযুক্তদের নির্বীজকরণ করা।'' পাশাপাশি জনতার উদ্দেশে তিনি বলেন, ''যেখানেই এই ধরনের ঘটনা ঘটবে, সরাসরি আমাকে ফোন করুন। প্রয়োজনে অবিলম্বে থানা ঘেরাও করুন।''

গত মাসে একদল হিন্দু পড়ুয়ার আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল। অভিযুক্তরা সকলেই মুসলিম এবং লাভ জেহাদে অভিযুক্ত। অভিযোগ ছিল, এরা হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে। এরপর তাঁদের যৌন হেনস্থাও করে তারা। পরে হেনস্থার ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলও করে। কাউকে কাউকে ধর্ম বদলাতেও চাপ দেয় অভিযুক্তরা। পরবর্তী সময়ে ভোপালের পুলিশ কমিশনার একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করেন। এই পরিস্থিতিতে অলোক শর্মা এমন দাবি করলেন। সেই সঙ্গেই তাঁকে কড়া হুমকি দিয়ে শর্মা বলেন, ''যদি কেউ এমন চেষ্টা করে, তাদের পরিণতি এমন হবে যা অকল্পনীয়। সমাজকেই এর জন্য প্রস্তুত হতে হবে।''

প্রসঙ্গত, 'লাভ জেহাদ' রুখতে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, অসমের মতো রাজ্যের বিধানসভায় বিল পাশ হয়েছে। যোগী সরকার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কথাও বলেছে। যাবজ্জীবনের পথ বাছতে চাইছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। এবছরের গোড়ায় শোনা যায়, মহারাষ্ট্রেও কড়া পদক্ষেপ করা হবে লাভ জেহাদ নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যারা 'লাভ জেহাদ' করে তাদের ধরে ধরে নির্বীজকরণ করে দেওয়া হোক।
  • এমনই বিতর্কিত দাবি করলেন ভোপালের বিজেপি সাংসদ অলোক শর্মা।
  • সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর সেই বক্তব্যের ভিডিও। ঘনিয়েছে বিতর্ক।
Advertisement