সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে সাক্ষাৎ মৃত্যু! আর এরই মধ্যে প্রাণে বাঁচার আপ্রাণ চেষ্টা করছেন কয়েকজন যুবক।গত বৃহস্পতিবারে আহমেদাবাদে বিমান দুর্ঘটনার (Air India Plane Crash in Ahmedabad) পর ২১ সেকেন্ডের একটি নয়া ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বহুতলের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নেমে আসছেন কয়েকজন যুবক। প্রাণে বাঁচার জন্য সবধরণের চেষ্টা করছেন তাঁরা। এমনকী ঝাঁপ দিতেও দেখা যাচ্ছে তাঁদের।
গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই ১৭১ বিমান ভেঙে পড়ে বি জে মেডিক্যাল কলেজের হস্টেলে। মুহূর্তে বিস্ফোরণ হয়। সেই সময় ওই এলাকার তাপমাত্রা ১০০০ ডিগ্রির আশপাশে পৌঁছে যায়। বিমানের ভিতরে থাকা ২৪১ জনের মৃত্যু হয়। স্থানীয় কয়েকজন ও হস্টেলের কয়েকজন আবাসিকের মৃত্যু হয়েছে বলেও খবর। এরই মধ্যে বিস্ফোরণের সময় হস্টেলের আবাসিকদের প্রাণে বাঁচার আপ্রাণ চেষ্টার একটি ভিডিও ভাইরাল হল।
বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে উড়ান এআই ১৭১ বিমান। মাত্র ৬২৫ ফুট উপরে উঠেই মুখ থুবড়ে পড়ে বিমানটি। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল দুর্ঘটনায় বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। এরই মধ্যে এক যাত্রীর বেঁচে যাওয়ার খবর পাওয়া যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে যে মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে বিমান ভেঙে পড়েছিল সেখানে সেই সময় ২০০ জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছিল। যাঁদের মধ্যে ৪০ জন সেসময় হস্টেলের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এরই মধ্যে ভেঙে পড়ে বিমানটি। বিষয়টি সামনে আসায় ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বিমান দুর্ঘটনার পর হস্টেল বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টার ভিডিও প্রকাশ্যে এল।
