সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিডিপি-বিজেপি বিচ্ছেদ হয়েছে সদ্য৷ জুনের প্রায় শুরু থেকেই জম্মু-কাশ্মীরে জারি রয়েছে রাজ্যপাল শাসন৷ পতন ঘটেছে মেহবুবা মুফতি সরকারের৷ কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে কোনওভাবেই পিডিপির সঙ্গে জোট বাঁধবে না তারা৷ তবে এবার কে হবে উপত্যকার পরবর্তী মুখ্যমন্ত্রী? উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপটে বারবারই সামনে আসছে এই প্রশ্ন৷ এই ইস্যুতেই এবার মুখ খুলে বিতর্কে জড়ালেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷
[বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে পিডিপি নেতার স্ত্রীকে গলা কেটে খুন জঙ্গিদের]
তিনি বলেন, উপত্যকার পরবর্তী মুখ্যমন্ত্রী একজন হিন্দু ব্যক্তির হওয়া উচিত৷ যদিও পিডিপি-র কোনও হিন্দু বা শিখ সদস্য থাকে তাহলে তাঁরই মুখ্যমন্ত্রীর আসনের জন্য লড়াই করা উচিত৷ একের পর এক ইসলাম ধর্মাবলম্বী জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকায় উপত্যকায় নানা সমস্যা চলছে বলেও দাবি তাঁর৷ উপত্যকায় ইসলাম ধর্মাবলম্বীরা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার নেপথ্যে জওহরলাল নেহেরুকেও দায়ী করেন সুব্রহ্মণ্যম স্বামী৷ দিনের পর দিন ইসলাম ধর্মাবলম্বীরাই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন, এটা মেনে নেওয়া উচিত নয় বলেও মন্তব্য তাঁর৷ প্রসঙ্গত, জওহরলাল নেহেরুর সময় থেকেই উপত্যকার রাজ্যপাল হিন্দু হলেও, প্রত্যেক মুখ্যমন্ত্রী ইসলাম ধর্মাবলম্বীই হন৷ এটা প্রায় ঐতিহ্যে পরিণত হয়েছে৷
[জটিল উনিশের অঙ্ক, ৩৫ শতাংশ মুসলিম ভোটের আশায় বিজেপি]
বিজেপি সাংসদ এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে খোঁচা দিয়ে বলেন, ‘ইন্ডিয়া শাইনিং’ স্লোগানকে সামনে রেখে বাজপেয়ী প্রচার করেন৷ কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি৷ তবে বিজেপি তাঁর হিন্দুত্ববাদী মনোভাব ও দুর্নীতিমুক্ত সরকার গড়ে তোলার অঙ্গীকার সামনে রেখে এগিয়ে চলেছে৷ মিলেছে সাফল্যও৷ নিজের কথার পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়কে উদাহরণ হিসাবে তুলে ধরছেন স্বামী৷
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে নানা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্ব৷ বিরোধীদের ক্ষোভ, সময় কেটে গেলেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ গেরুয়া শিবির৷ প্রতিশ্রুতিপূরণ ইস্যুতে ক্ষোভের আঁচকে প্রশমিত করতে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, কিছু কাজ বাকি থাকলেও, বিজেপি তার প্রতিশ্রুতি পূরণ করবেই৷ প্রতিশ্রুতি মতো সমস্ত কাজ শেষ করার জন্য আরও পাঁচ বছর সময় লাগবে বলেই মত রাজ্যসভার সাংসদের৷
The post কাশ্মীর শান্ত করতে দরকার হিন্দু মুখ্যমন্ত্রীর, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর appeared first on Sangbad Pratidin.
