shono
Advertisement

কাশ্মীর শান্ত করতে দরকার হিন্দু মুখ্যমন্ত্রীর, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

কেন একথা বললেন বিজেপি সাংসদ? The post কাশ্মীর শান্ত করতে দরকার হিন্দু মুখ্যমন্ত্রীর, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Jul 09, 2018Updated: 08:59 PM Jul 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পিডিপি-বিজেপি বিচ্ছেদ হয়েছে সদ্য৷ জুনের প্রায় শুরু থেকেই জম্মু-কাশ্মীরে জারি রয়েছে রাজ্যপাল শাসন৷ পতন ঘটেছে মেহবুবা মুফতি সরকারের৷ কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে কোনওভাবেই পিডিপির সঙ্গে জোট বাঁধবে না তারা৷ তবে এবার কে হবে উপত্যকার পরবর্তী মুখ্যমন্ত্রী? উপত্যকার রাজনৈতিক প্রেক্ষাপটে বারবারই সামনে আসছে এই প্রশ্ন৷ এই ইস্যুতেই এবার মুখ খুলে বিতর্কে জড়ালেন রাজ্যসভার বিজেপি সাংসদ  সুব্রহ্মণ্যম স্বামী৷

Advertisement

[বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে পিডিপি নেতার স্ত্রীকে গলা কেটে খুন জঙ্গিদের] 

তিনি বলেন, উপত্যকার পরবর্তী মুখ্যমন্ত্রী একজন হিন্দু ব্যক্তির হওয়া উচিত৷ যদিও পিডিপি-র কোনও হিন্দু বা শিখ সদস্য থাকে তাহলে তাঁরই মুখ্যমন্ত্রীর আসনের জন্য লড়াই করা উচিত৷ একের পর এক ইসলাম ধর্মাবলম্বী জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকায় উপত্যকায় নানা সমস্যা চলছে বলেও দাবি তাঁর৷ উপত্যকায় ইসলাম ধর্মাবলম্বীরা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার নেপথ্যে জওহরলাল নেহেরুকেও দায়ী করেন সুব্রহ্মণ্যম স্বামী৷ দিনের পর দিন ইসলাম ধর্মাবলম্বীরাই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন, এটা মেনে নেওয়া উচিত নয় বলেও মন্তব্য তাঁর৷ প্রসঙ্গত, জওহরলাল নেহেরুর সময় থেকেই উপত্যকার রাজ্যপাল হিন্দু হলেও, প্রত্যেক মুখ্যমন্ত্রী ইসলাম ধর্মাবলম্বীই হন৷ এটা প্রায় ঐতিহ্যে পরিণত হয়েছে৷

[জটিল উনিশের অঙ্ক, ৩৫ শতাংশ মুসলিম ভোটের আশায় বিজেপি]

বিজেপি সাংসদ এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে খোঁচা দিয়ে বলেন, ‘ইন্ডিয়া শাইনিং’ স্লোগানকে সামনে রেখে বাজপেয়ী প্রচার করেন৷ কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি৷ তবে বিজেপি তাঁর হিন্দুত্ববাদী মনোভাব ও দুর্নীতিমুক্ত সরকার গড়ে তোলার অঙ্গীকার সামনে রেখে এগিয়ে চলেছে৷ মিলেছে সাফল্যও৷ নিজের কথার পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়কে উদাহরণ হিসাবে তুলে ধরছেন স্বামী৷

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে নানা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্ব৷ বিরোধীদের ক্ষোভ, সময় কেটে গেলেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ গেরুয়া শিবির৷ প্রতিশ্রুতিপূরণ ইস্যুতে ক্ষোভের আঁচকে প্রশমিত করতে সুব্রহ্মণ্যম স্বামী বলেন,  কিছু কাজ বাকি থাকলেও, বিজেপি তার প্রতিশ্রুতি পূরণ করবেই৷ প্রতিশ্রুতি মতো সমস্ত কাজ শেষ করার জন্য আরও পাঁচ বছর সময় লাগবে বলেই মত রাজ্যসভার সাংসদের৷

The post কাশ্মীর শান্ত করতে দরকার হিন্দু মুখ্যমন্ত্রীর, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement