সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমণি আকালি দলের বর্ষীয়ান নেতা সদস্য সুখদেব সিং ধিন্দসা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কিছুমাস ধরেই একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁকে পাঞ্জাবের মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এক্সে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা।
তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'সর্দার সুখদেব সিং ধিন্দসা সাহেবের মৃত্যুতে আমার গভীর শোকাহত। ছ’দশকেরও বেশি সময় ধরে তিনি পাঞ্জাবের সেবা করেছেন। এই মহান সন্তানকে আজ আমরা হারালাম। রাজ্য ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য।'
বাজপেয়ী মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন সুখদেব। ক্রীড়া, রাসায়নিক ও সার যখন যে দায়িত্ব পেয়েছেন, দক্ষতার সঙ্গে সামলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০০৪ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। গত বছরের মার্চে সুখদেব তাঁর দল শিরোমণি আকালি দল (সংযুক্ত)-কে সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন শিরোমণি আকালি দলের সঙ্গে সংযুক্ত করেছিলেন।
