সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের শোনা হবে বিলকিস বানোর মামলা। মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তি দেওয়ার প্রতিবাদে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর আরজি শুনতে বিশেষ বেঞ্চ গড়বে সুপ্রিম কোর্ট। বুধবার আশ্বাস দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
মেয়াদ শেষের আগেই গুজরাটের (Gujarat) বিলকিস বানোর ১১ ধর্ষককে মুক্তি দিয়েছে প্রশাসন। এর বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এর আগে চারবার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। বুধবার অবশেষে বিলকিসের (Bilkis Bano) আইনজীবী শোভা গুপ্তার আবেদনে সাড়া দিল আদালত। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরশিমা ও বিচারপতির জেবি পারদিওয়ালার বেঞ্চের দৃষ্টি আর্কষণ করেন তিনি। এরপরই নতুন বেঞ্চ গড়ে বিলকিসের আবেদন শোনার আশ্বাস দেন প্রধান বিচরপতি। তিনি জানিয়েছে, “নতুন বেঞ্চ তৈরি করব আমি। আজ সন্ধেই এ বিষয়টি দেখব।”
[আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে পাকিস্তানে মৃত অন্তত ১১, আহত শতাধিক, তীব্র কম্পনে আতঙ্কে দিল্লিও]
২০০২ সালে গোধরা হিংসার সময়ে গণধর্ষণ করা হয় ২১ বছর বয়সি বিলকিস বানোকে (Bilkis Bano Gang Rape)। দীর্ঘ বিচারের পরে এগারোজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। চোদ্দো বছর জেলে কাটানোর পরে সাজা মকুব করার আবেদন জানায় রাধেশ্যাম শাহ নামে এক দোষী। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে নির্দেশ দেয়, শাস্তির সাজা পুনর্বিবেচনা করতে। প্রথা ভেঙেই এগারোজন দোষীকে মুক্তি দিয়েছে গুজরাট সরকার। স্বাধীনতা দিবসের দিনই জেল থেকে বেরিয়েছে তারা। এর বিরোধিতা করেই শীর্ষ আদালতে গেলেন বিলকিস বানো।