shono
Advertisement

করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত

টুইট করে জানালেন স্বয়ং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ The post করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 11:12 AM Mar 17, 2017Updated: 06:57 AM Mar 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই নিখোঁজ ভারতীয় মৌলবীর বিষয়ে পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত৷ শুক্রবারের টুইটার মারফত এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ একই সঙ্গে তিনি এও জানান, করাচি বিমানবন্দরে নামার পর থেকেই খোঁজ মিলছে না দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার প্রধান ইমাম সইদ আসিফ আলি নিজামি (৮০) এবং তাঁর ভাইপো নাজিম নিজামি (৬০)৷ বিষয়টি নিয়ে পাক কর্তাদের সঙ্গে কথাও হয়েছে তাঁর৷

Advertisement

[কী করে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]

জানা গিয়েছে, মার্চ মাসের ৮ তারিখ দাতা দরবার সুফি উপাসনাস্থলে চাদর চড়াতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন দুই জন৷ তার আগে কিছুদিন তাঁরা করাচিতে এক আত্মীয়র বাড়িতে ছিলেন৷ মার্চ মাসের ১৪ তারিখ লাহোরের উপাসনাস্থলে চাদর চড়ান তাঁরা৷ পরদিন লাহোর বিমানবন্দরে পৌঁছন করাচি ফেরার জন্য৷ বিকেল সাড়ে চারটের ফ্লাইট ছিল৷ পরিবারের দাবি,  লাহোর বিমানবন্দরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ পরে সইদ আসিফ আলি নিজামিকে অনুমতি দেওয়া হয় ফ্লাইট ধরার জন্য৷ এদিন সুষমা জানান, করাচি বিমানবন্দরে পৌঁছেছেন তাঁরা৷ কিন্তু তারপর আর কোনও তথ্য মেলেনি৷

[দিল্লিতে ধোনিদের হোটেলে আগুন, পুড়ে ছাই ক্রিকেটারদের সরঞ্জাম]

প্রধান ইমামের পুত্র সাজিদ আলি নিজামি জানিয়েছেন, বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা তাঁকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও দুই ধর্মগুরুর বিষয়ে পাক প্রশাসনের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছেন৷

[এবার তাজমহল ওড়ানোর হুমকি দিল ইসলামিক জঙ্গি সংগঠন]

The post করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement