বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তাঁর সেই রাজনৈতিক কর্মসূচির বিরোধিতায় এবার ধর্মীয় আবেগকে কাজে লাগাতে মরিয়া বঙ্গ বিজেপি (BJP)। দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “৩০ মার্চ রামনবমী। বাংলায় রামনবমীতে ছুটি দেওয়া হয় না। ওই দিনই ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী। এটা সংকীর্ণ রাজনীতি।” তাঁর আরও দাবি, বিচারব্যবস্থা, সিবিআই, ইডির উপর চাপ তৈরি করতে ধরনায় বসছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল আমলে বাংলার ঋণ, বেকারত্ব কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিজেপির।
কেন্দ্র ক্রমাগত রাজ্যকে বঞ্চনা করছে। বকেয়া মেটাচ্ছে না নয়াদিল্লি। এর প্রতিবাদে ২৯ ও ৩০ মার্চ বি আর আম্বেদকরের মূর্তির নিচে ধরনা বসছেন মুখ্যমন্ত্রী। বঞ্চনার প্রতিবাদে ৩০ মার্চ সংসদেও ধরনা দেবেন তৃণমূল সাংসদরা। এই ধরনা কর্মসূচিতে ধর্মীয় রং লাগাতে মরিয়া বঙ্গ বিজেপি। দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ অভিযোগ জানালেন লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ ও শুভেন্দু অধিকারীরা। মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করছেন বলে অভিযোগ তাঁদের।
[আরও পড়ুন: সময়সীমা শেষ, পঞ্চায়েতের ৭৫ শতাংশ আসনে প্রার্থীই পাচ্ছে না বিজেপি!]
সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু অধিকারীর অভিযোগ, “৩০ মার্চ দেশজুড়ে রামনবমী (Ram Navami) পালিত হয়। এটা সনাতন ধর্মের রীতি। ওই দিন বাংলায় সরকারি ছুটি দেওয়া হয় না।” এরপরই তাঁর খোঁচা, “২৯ মার্চ দেশজুড়ে উৎসবের আমেজ। ওইদিনই ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী। বিচারব্যবস্থা, ইডি, সিবিআইয়ের উপর চাপ তৈরি করতেই এই ধরনা।”
বিজেপির আরও দাবি, বাম আমলের তুলনায় তৃণমূল জমানায় রাজ্যে শিক্ষিক বেকারের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ঋণের পরিমাণ কয়েকগুণ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বাংলার শাসকদল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বঙ্গ বিজেপি।