সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে চলা আজমের বিস্ফোরণ মামলায় শেষে বেকসুর খালাস পেলেন স্বামী অসীমানন্দ। বুধবার, জয়পুরের বিশেষ এনআইএ আদালত অসীমানন্দ-সহ ন’জন অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে। তবে ওই মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত।
২০০৭ সালে আজমেরের বিখ্যাত মইনুদ্দিন চিস্তির দরগায় ঘটা এক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিনজন নিরীহ লোকের। আহত হয়েছিলেন প্রায় ১৫ জন। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় অসীমানন্দ-সহ বেশ কয়েকজনকে। প্রসঙ্গত, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ঘটা পাঁচটি বিস্ফোরণের সঙ্গেও নাম জড়িয়েছিল ওই আরএসএস নেতার। ওই বিস্ফোরণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, মালেগাঁও ও সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ। জেরায় জঙ্গিযোগের কথা স্বীকার করেছিলেন অসীমানন্দ বলে নিজের রিপোর্টে উল্লেখ করেছিল রাজস্থান পুলিশের জঙ্গিদমন শাখা। তবে তা ধোপে টেকেনি। জোর করে তাঁর থেকে স্বীকারোক্তি নিয়েছে পুলিশ বলে আদালতে জানিয়েছিলেন তিনি।
The post আজমের বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস স্বামী অসীমানন্দ appeared first on Sangbad Pratidin.