shono
Advertisement
Bengaluru

'কাউকে নালিশ করে লাভ হবে না', পার্কে ঢুকে দুই তরুণীর ঠোঁটে চুম্বন করে পলাতক যুবক!

বেঙ্গালুরুতে নারীদের জন্য কতটা নিরাপদ, উঠছে প্রশ্ন।
Published By: Biswadip DeyPosted: 05:12 PM Jun 11, 2025Updated: 05:12 PM Jun 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করল। পার্কে ঢুকে দুই তরুণীকে জোর করে চুম্বন ও আলিঙ্গন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক। এক নির্যাতিতার দাবি, পালাবার আগে তাঁকে হুমকির সুরে অভিযুক্ত বলেছিলেন, ''কাউকে বলে কোনও লাভ হবে না।'' এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Advertisement

ঠিক কী হয়েছিল? রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ৬ জুন সন্ধে ৭টা নাগাদ কুক টাউনের কাছে মিলটন পার্কে মা-বাবার সঙ্গে প্রবেশ করেন এক তরুণী। আচমকাই অভিযুক্ত সেখানে হাজির হয়ে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেন। এরপর কয়েক মিনিটের মধ্যে আরেক মহিলাকে জোর করে আলিঙ্গন করেন এবং তাঁর ঠোঁটে চুমু খান। দুই তরুণীর মধ্যে একজন বাধা দিতে গেলে তাঁকে বলা হয়, ''কারও কাছে এসব বলে কোনও লাভ হবে না।''

প্রসঙ্গত, বেঙ্গালুরুতেই গত ৩ এপ্রিল মধ্যরাতে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, রাত ১টা ৫৫ মিনিট নাগাদ দুই মহিলা পথ দিয়ে যাচ্ছিলেন। সিসিটিভিতে দেখা গিয়েছে, একজন পিছন থেকে তাঁদের অনুসরণ করছেন। আচমকাই অভিযুক্ত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন এক মহিলাকে। তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার অভিঘাতে দৃশ্যত হতবাক ওই দুই মহিলা এলাকা ছেড়ে পালিয়ে যান। এবার ফের একই ধরনের অভিযোগ উঠল। যাকে ঘিরে প্রশ্ন উঠছে বেঙ্গালুরুর নারী নিরাপত্তা নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরুতে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করল।
  • পার্কে ঢুকে দুই তরুণীকে জোর করে চুম্বন ও আলিঙ্গন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক।
  • এক নির্যাতিতার দাবি, পালাবার আগে তাঁকে হুমকির সুরে অভিযুক্ত বলেছিলেন, ''কাউকে বলে কোনও লাভ হবে না।''
Advertisement