shono
Advertisement
Shopian

সোপিয়ানে সেনার গুলিতে খতম ৩ লস্কর জঙ্গি, সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে ফের বড় অভিযান

কাশ্মীরের মাটিতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খতম করতে কোমর বেঁধে নামল নিরাপত্তাবাহিনী।
Published By: Amit Kumar DasPosted: 11:18 AM May 13, 2025Updated: 01:24 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে ফের বড়সড় অভিযান সেনার। অপারেশন সিঁদুরের মাঝেই মঙ্গলবার সোপিয়ানে অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। এরা লস্কর ই তইবার সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশের তরফে।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে উপত্যকাজুড়ে লাগাতার অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। সন্ত্রাসযোগের অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গেপ্তার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতম করা হয়েছে একাধিক জঙ্গিকে। মঙ্গলবার সোপিয়ানের জিনপাথের কেল্লের জঙ্গলঘেরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির গোপন খবর পেয়ে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর তিন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে আরও একাধিক জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় চিরুনি তল্লাশি শুরু করেছে বাহিনী।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর গত ৬-৭ মে পাকিস্তানে জঙ্গিদের আঁতুড়ঘরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। তবে সন্ত্রাসের বুকে আঘাত হানতেই সক্রিয় হয়ে ওঠে পাকিস্তান। পালটা হামলা চালানোর চেষ্টা হয় ভারতের উপর। যদিও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা রুখে দেওয়ার পাশাপাশি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি-সহ অন্তত ১১টি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে বুঝিয়ে দেয় বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। এরপরই পাকিস্তানের তরফে আসে সংঘর্ষবিরতির প্রস্তাব। ভারত সংঘর্ষবিরতিতে রাজি হলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি।

পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার পর কাশ্মীরের মাটিতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করে খতম করতে কোমর বেঁধে নামল নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার সোপিয়ানে দেখা গেল তারই ট্রেলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে ফের বড়সড় অভিযান সেনার।
  • অপারেশন সিঁদুরের মাঝেই মঙ্গলবার সোপিয়ানে অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী।
  • এরা লস্কর ই তইবার সদস্য বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশের তরফে।
Advertisement