সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহন্মুম্বই পুর নিগমের নির্বাচনে একসঙ্গে লড়বেন দুই ভাই। উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। মহারাষ্ট্রে নতুন রাজনৈতিক সমীকরণ জন্ম নেওয়ার গুঞ্জনকে সত্যি করে বুধবারই এই ঘোষণা করেছেন তাঁরা। গত জুলাইয়েই দীর্ঘ দুই দশক পরে তাঁদের পাশাপাশি দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন ছিল, দুই তুতো ভাইয়ের হাত মেলানো স্রেফ সময়ের অপেক্ষা।
এদিন এক যুগ্ম সাংবাদিক সম্মেলনে রাজ ঠাকরে বলেন, ''আমি সরকারি ভাবে ঘোষণা করছি শিব সেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা একসঙ্গে ভোটে লড়বে। মুম্বই পাবে মারাঠি মেয়র।'' সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে উদ্ধব বলে ওঠেন, ''যাই ঘটে যাক না কেন, মুম্বই আমাদের সঙ্গেই থাকবে।''
ঠাকরেদের এই নয়া জোটের স্লোগান 'বাটেঙ্গে তো কাটেঙ্গে'। যা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্লোগান। সেই বয়ানই সামনে রেখে এগোতে চাইছেন রাজ ও উদ্ধব। রাজ আরও বলেন, ''মারাঠিরা যা চান, সেটাই তাঁরা এবার পাবেন। এটা আমরা নিশ্চিত করছি।'' সেই সঙ্গেই তাঁর আহ্বান, শিণ্ডে সেনা-বিজেপি জোটে থাকা যাঁরা এই সিদ্ধান্তে অখুশি, তাঁরাও চাইলে এতে যোগ দিতে পারেন।
গত জুলাইয়ে মহারাষ্ট্রে মহামিছিলে দেখা যায় রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরেকে। মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই একটা কানাঘুষো শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, নিজেদের অস্তিত্ব বাঁচাতে নাকি বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে একসঙ্গে লড়তে চলেছে শিব সেনার উদ্ধব গোষ্ঠী এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আসলে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে দু’দলের। উদ্ধব কোনওরকমে মুম্বই এলাকায় নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছেন। আর রাজ ঠাকরে নিজের ছেলেকেও জেতাতে পারেননি। দুই দলই অস্তিত্বের সংকটে। তাই অস্তিত্ব বাঁচাতে পুরনো পারিবারিক বিবাদে ঠাকরে পরিবার এক ছাতার তলায় চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করা হচ্ছিল। শেষপর্যন্ত সত্যি হল জল্পনা। এই পরিস্থিতিতে মুম্বইয়ের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল। এখন দেখার, আগামিদিনে এই জোটের অস্তিত্ব বাকিদের মধ্যে কী প্রভাব ফেলে।
